রাজ্যের প্রস্তাব মেনে বিমান চলাচল পিছিয়ে দিল কেন্দ্র

বিমান চালানোর ক্ষেত্রে রাজ্যের প্রস্তাব মেনে নিল কেন্দ্র। আগামীকাল, সোমবার থেকেই বিমান চলাচলের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহা বিমান চলাচল আপাতত বন্ধ রাখতে কেন্দ্রকে অনুরোধ করেছিলেন। রাজ্যের সেই অনুরোধের পর কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামীকাল থেকে বিমান চালানো হবে না।

২৮ মে থেকে প্রথম দফায় মাত্র ৫ শতাংশ বিমান চালানো হবে বলে জানা গিয়েছে। তারপর ধীরে ধীরে বাকি বিমান ওঠানামা করবে কলকাতা বিমানবন্দর থেকে। আমফানের পরই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ঘূর্ণিঝড়ের ফলে সমস্যার মধ্যে রয়েছেন। এরমধ্যে বিমান চলাচল শুরু হলে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। তাই কয়েকদিন পরে বিমান পরিষেবা চালু করা হোক। মুখ্যমন্ত্রীর করা সেই প্রস্তাব এদিন মেনে নিল কেন্দ্র।

Previous articleসুপার সাইক্লোন আমফানের পরে ‘নিসর্গ’? কবে, কোথায় আছড়ে পড়বে
Next articleপিপিই-তে বড্ড গরম, বিকিনি পরেই রোগী দেখছেন মহিলা চিকিৎসক