কেরলের দোরগোড়ায় বর্ষা

কেরল উপকূলে বর্ষা ঢুকবে ১ জুন থেকে ৫ জুনের মধ্যে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের মুখপাত্র রাজেন্দ্র কুমার জেনামানি সংবাদ সংস্থাকে জানান, জুনের ১ থেকে ৫ মধ্যে কেরালায় বর্ষা ঢুকবে। এরপর ১৫ থেকে ২০ জুনের মধ্যে মুম্বই ঢুকবে বর্ষা।

সোমবার ও মঙ্গলবার কেরল ও কর্ণাটকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।