এবার রাজ্যে একসঙ্গে ১২জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত। কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলেই এই ১২ জন আক্রান্ত হয়েছেন বলে খবর। এরমধ্যে দুজন এএসআই, ৯জন সেপাই ও একজন গাড়ির চালক। এদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কোভিড টেস্টের ফলাফল এখনও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়নি। ফলে এই খবরে পুলিশ ট্রেনিং স্কুলে কিছুটা চাপা আতঙ্ক তৈরি হয়েছে।