Thursday, August 28, 2025

নিজামুদ্দিনে বিদেশাগত ৯৬০ জনের হতে পারে ৫ বছরের জেল, হাইকোর্টকে দিল্লি পুলিশ

Date:

নিজামুদ্দিনে আসা ৯৬০ জন বিদেশির এবার হতে পারে ৫ বছরের জন্য জেল। এমনটাই দিল্লি হাইকোর্টকে শুক্রবার রিপোর্ট দিল দিল্লি পুলিশ।

এদিন বিদেশ থেকে আগত তবলিগিদের মুক্তি দেওয়া সংক্রান্ত একটি আবেদনের উত্তরে দিল্লি পুলিশ এদিন দিল্লি হাইকোর্টে নিজেদের যুক্তি পেশ করে। তাঁরা বলেন, ৯৬০ জন বিদেশি ভিসার শর্ত ভেঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাঁরা ২০১৯ সালের ভিসা ম্যানুয়ালের শর্ত লঙ্ঘন করেছেন। আর তাতেই ফরেনার অ্যাক্ট, ১৯৪৬-এর ১৪ নং ধারায় তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া উচিত।

এই ধারা অনুযায়ী একজন টুরিস্ট ভারতে এসে ঘুরতে, আত্মীয় বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে, কোনও ছোটখাটো যোগাসনের ওয়ার্কশপে যোগ দিতে এবং চিকিৎসা পরিষেবা নিতে পারেন। এগুলি ছাড়া অন্য কোন পরিষেবা গ্রহণের তাঁদের কোনো এক্তিয়ার নেই। তেমনই, কোনরকম জমায়াতের জন্য নিজে থেকে আসা বা আমন্ত্রিত হয়ে আসার কোনও এক্তিয়ার নেই এই ভিসায়।

দিল্লি পুলিশ আরো জানান, ইতিমধ্যে এই ৯৬০ জনকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এবং পুলিশকে দুর্যোগ মোকাবিলা আইন, ২০০৫ এবং ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬ অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাঁরা জানান, বিদেশাগত এই ৯৬০ জনের কাউকেই আটক করে রাখেনি দিল্লি পুলিশ।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version