Sunday, August 24, 2025

ভারতের সঙ্গে চরমে পৌঁছেছে চিনের সংঘাত। লাদাখ সীমান্তে প্রস্তুত হচ্ছে দুই দেশই। লাদাখের পাশাপাশি সিকিমের নাকুলা পাসেও দুই বাহিনীর জওয়ানদের মধ্যে হাতাহাতি, পাথরবৃষ্টি হয়েছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিডিএস বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে চিনের প্রেসিডেন্ট শি জিংপিং তাঁর দেশের সেনাবাহিনীকে প্রস্তুত হতে বলেছে।

এই পরিস্থিতি সামাল দিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর দেখানো পথ বেছে নিতে পারেন নরেন্দ্র মোদি। এমনটাই ধারণা কূটনৈতিক বিশেষজ্ঞদের। মনমোহন সিং এর আমলে ২০১২ সালে ওয়ার্কিং মেকানিজম বা সীমান্তে কার্যপদ্ধতি মেনে চলার চুক্তি হয় চিন ও ভারতের মধ্যে। সেই চুক্তিতে সই করেছিলেন বেজিংয়ে ভারতের রাষ্ট্রদূত এবং বর্তমান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সীমান্ত সংক্রান্ত সমস্যা মেটাতে এই চুক্তি তৈরি হয়েছিল। তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন এবং চিনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দীর্ঘ আলোচনার পর চুক্তি তৈরি হয়। দুই দেশের যুগ্ম সচিব স্তরের আধিকারিকদের এই কার্যপদ্ধতি মেনে চলার দায়িত্ব দেওয়া হয়েছিল৷ এই কার্য পদ্ধতি মেনে চলার জন্য ১২টি বৈঠক হয়েছে দু’দেশের মধ্যে।

বর্তমানে সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে তাতে বিশেষজ্ঞ মহলের ধারণা এই পথে হাঁটতে পারেন মোদি। সীমান্ত সংঘাত এড়ানোর এই ক্ষমতা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হাতে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে পারেন পূর্ব এশিয়ার দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তবও।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version