Wednesday, May 7, 2025

লাদাখ সীমান্তে রণসাজে সজ্জিত হচ্ছে ভারত-চিন। ২০১৭ এর ডোকলামের পর আবারও মুখোমুখি দিল্লি-বেজিং। কিন্তু যুদ্ধের ক্ষেত্রে সামরিক দিক থেকে কতটা প্রস্তুত কোন দেশ?

পূর্ব লাদাখ সীমান্তে প্রায় আড়াই হাজার সেনা মোতায়েন করেছে চিন। ১০০ টি নতুন সেনা ছাউনি ও যুদ্ধবিমানের চিত্রও ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। পাল্টা জবাব দিতে প্রস্তুত হয়েছে ভারতও। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। লাদাখ সীমান্ত বরাবর আরও দুই ব্যাটালিয়ন সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, গতবছর পর্যন্ত চিনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের কাছে মোট ২,৯৫৫ এয়ারক্রাফট ছিল। যার মধ্যে ১,২৭১টি ফাইটার এয়ারক্রাফট, ১,৩৮৫টি অ্যাটেক এয়ারক্রাফট, ৭৮২টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, ৩৫২টি ট্রেনার এয়ারক্রাফট, ২০৬টি অ্যাটেক হেলিকপ্টার সহ মোট ৯১২টি হেলিকপ্টার আছে বলে খবর। অন্যদিকে, গত বছর পর্যন্ত ভারতের কাছে ৬৭৬টি ফাইটার এয়ারক্রাফট, ৮০৯টি অ্যাটেক এয়ারক্রাফট, ৮৫৭টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, ৩২৩টি ট্রেনার এয়ারক্রাফট, ১৬টি অ্যাটেক হেলিকপ্টারসহ ৬৬৬টি হেলিকপ্টার ছিল বলে খবর।

২০ লক্ষ সেনা নিয়ে বিশ্বের সবথেকে বড় সামরিক বাহিনী চিন। ভারতের রয়েছে ১৩ লক্ষ সেনা। প্রতিরক্ষা খাতে ভারতের প্রায় তিন গুণ বেশি অর্থ বরাদ্দ করেছে বলেও জানা যাচ্ছে। সেই পরিমাণ ১৭,৯০০ কোটি টাকা। যুদ্ধের জন্য চিনের কাছে প্রায় ১৩০০০ কামান রয়েছে বর্তমানে। ভারতের কাছে সেই সংখ্যা ৪১০০। পাশাপাশি চিনের মোট যুদ্ধবিমানের সংখ্যা ৪০,০০০-র উপর। ভারতের সেই সংখ্যা ২৮০০। পাশাপাশি বর্তমানে চিনের কাছে যেখানে ২০৫০ টি রকেট লঞ্চার রয়েছে সেখানে ভারতের কাছে সেই সংখ্যা মাত্র ২৬৬।

Related articles

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান...
Exit mobile version