100% কর্মী নয়, নির্দেশ ব্যাখ্যা করলেন মমতা

শুক্রবার বিকেলের নির্দেশিকায় কিছু ভুলবোঝাবুঝি হচ্ছিল।

রাতে টুইট করে ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেছেন,” রাজ্যে বহুমুখী সঙ্কট। তাই পরিষেবা ঠিক রাখতে, অগ্রাধিকার দিয়ে ত্রাণ ও পুনর্গঠনের কাজ করতে, রাজ্য সরকারি কর্মচারী 50% থেকে বাড়িয়ে 70% করা হচ্ছে।

বেসরকারি ক্ষেত্রে, সকলকে বলব নিরাপদে থাকুন। যতটা সম্ভব বাড়ি থেকে কাজ করুন। বেসরকারি ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের কাজের প্রয়োজনমত সিদ্ধান্ত নিন।

বাকি লকডাউন তার বিধিমাফিক চলবে। চা বাগান ও পাটশিল্প 100% কর্মী নিয়ে কাজ করবে।
এই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। আমি নিশ্চিত, সকলের সহযোগিতা ও সাড়ায় বাংলা জয়ী হয়েই মাথা তুলে থাকবে।

 

 

Previous articleটানা লকডাউন, সোশ্যাল ডিসট্যান্সিং মেনে লাভ কতখানি হলো ?
Next articleবাংলায় দ্রুত ছড়াচ্ছে করোনার সংক্রমণ, রাজ‍্যে মোট আক্রান্ত 4813, করোনাযুক্ত মৃত‍্যুর সংখ্যা 302, এরমধ‍্যে 72 জনের মৃত্যু কো-মরবিডিটির ফলে