Friday, May 23, 2025

স্কুল খুললেও রোজ ক্লাসে নয়, তৈরি হয়েছে স্বাস্থ্যবিধি, জানালেন পার্থ চট্টোপাধ্যায়

Date:

আগেই জানিয়ে দেওয়া হয়েছে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকছে রাজ্যের স্কুলগুলি। স্কুল খুলবে কবে তা এখনও অনিশ্চিত৷ এদিকে, প্রশ্ন উঠছে স্কুল চালু হওয়ার পর কী হবে? স্বাস্থ্যবিধি কীভাবে বজায় রাখা হবে ?

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “স্বাস্থ্য রক্ষাই আমাদের কাছে সবচেয়ে বড় কাজ। এ ব্যাপারে শিক্ষক, অভিভাবকদের সঙ্গে আলোচনা করে এগোচ্ছে শিক্ষা দপ্তর। সব বিষয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।”
তিনি পাশাপাশি বলেছেন, “এই মুহূর্তে সরকার দ্রুত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চায়। উচ্চ মাধ্যমিকের বকেয়া পরীক্ষার পরিবর্তিত নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। সেই পরীক্ষা শেষ হলে তার এক মাসের মধ্যে ফলপ্রকাশে জোর দেওয়া হচ্ছে।

স্কুলে স্বাস্থ্যবিধি বজায় রাখার প্রাথমিক প্রস্তাব এই রকম,

◾৩০ জুনের পর অবস্থা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

◾প্রথমে জোর দেওয়া হবে নবম ও একাদশ শ্রেণির উপর।

◾স্কুল খুললেও রোজ পড়ুয়াদের আসতে হবে না।

◾ভাগাভাগি করে বিকল্প দিনে বা অল্টারনেট ডে-তে পড়ুয়ারা স্কুলে আসবে৷।

◾সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

◾পড়ুয়াদের মাস্ক আর স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক।

◾বিধিনিষেধ থাকবে খেলা, টিফিন পিরিয়ডেও।

◾স্কুলের কাজের সময়কে ভাগ করে দিয়ে সকাল ও বিকেলে নানা সময়ে নানা ক্লাসের পড়ুয়াদর আনা যায় কি না, তা নিয়েও ভাবনা-চিন্তা চলছে৷

◾স্কুল খোলার আগে ভবনকে স্যানিটাইজ করতেই হবে।

◾ক্লাসে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

◾প্রতিযোগিতামূলক খেলা বা অ্যানুয়াল স্পোর্টস নিয়েও সতর্কতা জারি করার কাজ চলছে।

◾পড়ুয়ারা টিফিনের সময় বা অফ পিরিয়ডে যে ভাবে খেলা, দৌড়োদৌড়ি করে, সেই দৃশ্যও বদলে যেতে পারে।

◾কোনও পড়ুয়া বাড়ি থেকে স্কুল আসার পথে, স্কুলে থাকাকালীন, স্কুল থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে কী কী করতে পারবে, আর পারবে না, তা নিয়ে প্রকাশিত হবে আলাদা নির্দেশাবলি।

◾পড়ুয়াদের সচেতন করতে দেওয়া হবে লিফলেট৷

◾স্কুলের একাধিক জায়গায় থাকবে সচেতনতামূলক পোস্টার।

Related articles

টোকিওতে প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব দরবারে ভারতের প্রতিনিধিরা। সেই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

সাগরে তৈরি হচ্ছে দুর্যোগ, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশ.ঙ্কা!

নিশ্চিন্ত আর থাকা গেল না। বাংলার আকাশে ফের দুর্যোগের কালো মেঘ। বঙ্গোপসাগরে (Bay of bengal) তৈরি হচ্ছে গভীর...

বাংলার উপকূলীয় দুর্যোগ নিয়ে টোকিওতে কেইও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে আলোচনায় অভিষেক

অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাস বিরোধী অভিযানে ভারতের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরতে জাপানে পৌঁছে গেছে দেশের প্রতিনিধি...

সেনা-বিএনপির চাপ, এবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ ইউনূসের!

পদ্মাপাড়ে ফের পালাবদলের ইঙ্গিত? এবার নাকি পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad...
Exit mobile version