Tuesday, November 4, 2025

হাঁটু দিয়ে গলা চেপে ধরে কৃষ্ণাঙ্গ যুবককে খুন করল শ্বেতাঙ্গ পুলিশ!  

Date:

প্রকাশ্য রাস্তায় কৃষ্ণাঙ্গ যুবকের গলায় পা চেপে হত্যা করল শ্বেতাঙ্গ পুলিশ! মার্কিন মুলুকে ফের ঘটল কৃষ্ণাঙ্গ হত্যা। আর এই ঘটনায় অভিযুক্ত পুলিশকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভে উত্তাল আমেরিকা।
ইতি মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। তাতে পরিষ্কার দেখা যাচ্ছে এক কৃষ্ণাঙ্গ যুবক বার বার বলছেন,’আমি শ্বাস নিতে পারছি না’, ভিডিওতে দেখা যাচ্ছে, মাটিতে উল্টো হয়ে পড়ে রয়েছেন ফ্লয়েড। আর তাঁর গলা ও ঘাড়ের উপর পায়ের হাঁটু দিয়ে চেপে বসে রয়েছেন এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার। ওই অবস্থায় ফ্লয়েড বারবার একটাই কথা বলছেন, ‘ প্লিজ প্লিজ, আই কান্ট ব্রিথ’, অর্থাৎ ‘আমি নিশ্বাস নিতে পারছি না’। তার গায়ে কোনও জামা ছিল না। তিনি জল চেয়েছিলেন। তাঁর মুখ দিয়ে থুতু উঠে আসে, কাশি হয়। তিনি বলেন, তাঁর ঘাড়ে এবং পেটে লাগছে।

সামনে দাঁড়িয়ে রাস্তায় অনেকে সেই দৃশ্য ফোনের ক্যামেরায় বন্দি করছেন। সেই দিকে চোখও পড়ছে ওই নৃশংস পুলিশ অফিসারের। ফ্লয়েড-এর শত অনুরোধ তাঁর কানে যায়নি। যন্ত্রনা, তাঁর চোখে পড়েনি। রীতিমতে হাঁটু দিয়ে ফ্লয়েডকে মাটিতে পিষতে থাকে ওই পুলিশ অফিসার, যেন কোনও বিষাক্ত পোকাকে মেরে ফেলছেন।
ওই অবস্থায় বেশ কয়েক মিনিট ছটফট করতে করতে জর্জ ফ্লয়েডকে দেখা যায় নিস্তেজ হয়ে যেতে। তারও বেশ কিছুক্ষণ পরে পুলিশ অফিসারটি তার গলার উপর থেকে পা তুলেছিল। পরে হাসপাতালে নিয়ে গেলে দেখা যায় তাঁর মৃত্যু ঘটেছে।

ডোনাল্ড ট্রাম্পের দেশে ঘটে গেল মানবতার মৃত্যু। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ে এখন তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু আমেরিকায় নয়, গোটা পৃথিবীর মানুষ এই ঘটনায় সমালোচনায় ফেটে পড়েছেন।
জানা গিয়েছে, ঘটনাটি ঘঠেছে গত সোমবার, মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রদেশে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version