কনটেনমেন্ট জোনে আরও একমাস লকডাউন, বাকি অংশে আনলক ফেজ-১

চতুর্থ দফার লকডাউন শেষ হওয়ার ঠিক একদিন আগেই নয়া বিধি চালু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পয়লা জুন থেকে কনটেনমেন্ট জোনে থাকবে লকডাউন। বাকি অংশে চলবে আনলক ফেজ। এটা হবে চার দফায়। ফেজ ওয়ান- শনিবার সন্ধেয় এই ঘোষণা করে করা হয়। রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

এক নজরে দেখে নেওয়া যাক কী থাকছে আনলক ওয়ানে

• কনটেনমেন্ট জোনে ৩০জুন পর্যন্ত রাত ৯টা থেকে ভোর ৫টা অবধি কার্ফু

• কনটেনমেন্ট জোনের বাইরে ৮জুন থেকে শর্তসাপেক্ষ খুলবে
রেস্তোরাঁ, হোটেল, শপিং মল

• ৮জুন থেকে খুলছে ধর্মীয় স্থান

• লোকাল ট্রেন, মেট্রো, আন্তর্জাতিক উড়ান নিয়ে পরে সিদ্ধান্ত

• আন্তঃরাজ্য বাস যাতায়াতে অনুমতি লাগবে না।

• খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

• খুলছে না বার, থিয়েটার, বিনোদন পার্ক, চিড়িয়াখানা

• এখনও জমায়েত নিষিদ্ধ

জুন মাস ধরে চারটি ফেজে দফায় দফায় আনলক করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Previous articleসুজিত বসুকে ফোন আশা ভোঁসলের, খোঁজ নিলেন শারীরিক অবস্থার
Next articleএবার শুরু আনলক-১