Monday, May 19, 2025

শ্রমিক স্পেশাল না করোনা স্পেশাল চালাতে চাইছে কেন্দ্র? প্রশ্ন ক্ষুব্ধ মমতার

Date:

রাজ্যে একের পরে এক শ্রমিক স্পেশাল ঢুকেছে, আর ভিন রাজ্য থেকে আসা মানুষদের মাধ্যমে ব্যাপক হারে ছড়াচ্ছে কোভিড ১৯। এই ঘটনায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, যেভাবে ট্রেনে গাদাগাদি করে শ্রমিকদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠানো হচ্ছে এই বিষয়টি নিয়েও সরব হয়েছেন তিনি। শুক্রবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে বেশি ট্রেন চালাক কেন্দ্র। কিন্তু দূরত্ব বজায় রেখে শ্রমিকদের পাঠানো হোক। না হলে একটি ট্রেনে ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা যদি ঠাসাঠাসি করে লোক যাতায়াত করে, তাহলে করোনার সংক্রমণ ছড়াবেই। আর সেটাই রাজ্যে এসে অন্য মানুষদের মধ্যে ছড়িয়ে যাবে। মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, “কেন্দ্র শ্রমিক স্পেশাল ট্রেন চালাচ্ছে, নাকি করোনা স্পেশাল ট্রেন চালাচ্ছে?”।

যদিও ইতিমধ্যে কেন্দ্র তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেনের জন্য রাজ্যগুলির কোনও অনুমতি আর প্রয়োজন হবে না। বাংলায় রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘যাকে পারছে ট্রেনে তুলে দিচ্ছে। লোকগুলোকে না দিচ্ছে একটু জল, না দিচ্ছে একটু খাবার। কত লোক ট্রেনের মধ্যেই মারা যাচ্ছে। প্ল্যাটফর্মে মা মরে পড়ে রয়েছে চারদিকে তার সন্তান ঘুরে বেড়াচ্ছে।’
আমফান পরিস্থিতির জন্য রাজ্যে দুদিন শ্রমিক স্পেশাল আসা বন্ধ রাখা হয়েছিল। কিন্তু ফের আবার ট্রেন ঢুকছে রাজ্যে। আর বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...
Exit mobile version