Wednesday, August 20, 2025

পচা শামুকেই সম্ভবত পা কেটেছেন তৃণমূল বিধায়ক পরেশ পাল৷

দিনকয়েক আগে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দেগেছিলেন পরেশ৷ সাধন পাণ্ডেকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করে দলের বর্ষীয়ান বিধায়ক পরেশ পাল গত বৃহস্পতিবার বলেছিলেন,“সিবিআই- এর হাত থেকে মেয়েকে বাঁচাতেই সাধন পাণ্ডে বিজেপিকে সন্তুষ্ট করছে। শোকজ নয়, দল থেকে সাধন পাণ্ডেকে তাড়াতে হবে। ওকে দল থেকে বের করে দিলে আমরা সবাই গঙ্গা স্নান করে ভালো করে দলটা করতে পারব।”

দলীয় শৃঙ্খলা ভেঙে এই ধরনের মন্তব্যের পর তৃণমূল নেতৃত্ব শো-কজ করে পরেশ পালকে৷ ওদিকে দলের অভ্যন্তরেই প্রশ্ন ওঠে, নিজের ইচ্ছায় এই পরিস্থিতিতে এত বড় ঝুঁকি পরেশ পাল নেননি৷ কার বা কাদের প্ররোচনায় প্রবীণ এই বিধায়ক দলের এক মন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন, তাঁর বা তাঁদের নামও প্রকাশ্যে আসা উচিত৷

ওদিকে জানা গিয়েছে, ঘনিষ্ঠ মহলে পরেশ পাল নাকি বলেছেন, তাঁর ধারনা ছিলো দলের সুপ্রিমো বিষয়টি জানেন৷ এমনই বলা হয়েছিলো তাঁকে৷ কিন্তু পরবর্তী পরিস্থিতিতে তিনি বুঝেছেন, তাঁর ধারনা সঠিক নয়৷ পরেশ-ঘনিষ্ঠ মহলের বক্তব্য, ” বোঝা যাচ্ছে না দাদা এই সংকটজনক পরিস্থিতিতে কেন এভাবে মুখ খুললেন৷ নিশ্চয়ই দাদাকে কেউ এ কাজ করতে বলেছিলো৷ কিন্তু কে বা কারা বলেছে, তা জানিনা৷”
পরেশ পালের এ ধরনের মন্তব্যেই স্পষ্ট হয়েছে, সুপ্রিমোর নাম ব্যবহার করে তাঁকে কেউ মিথ্যা বুঝিয়েছিলেন৷ সে কারনেই সেদিন তিনি সাধন পাণ্ডের বিরুদ্ধে ওইভাবে তোপ দেগেছিলেন৷

Related articles

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, এখন থেকে ঠিক দু'ঘণ্টার মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে...
Exit mobile version