Thursday, August 21, 2025

পচা শামুকেই সম্ভবত পা কেটেছেন তৃণমূল বিধায়ক পরেশ পাল৷

দিনকয়েক আগে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দেগেছিলেন পরেশ৷ সাধন পাণ্ডেকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করে দলের বর্ষীয়ান বিধায়ক পরেশ পাল গত বৃহস্পতিবার বলেছিলেন,“সিবিআই- এর হাত থেকে মেয়েকে বাঁচাতেই সাধন পাণ্ডে বিজেপিকে সন্তুষ্ট করছে। শোকজ নয়, দল থেকে সাধন পাণ্ডেকে তাড়াতে হবে। ওকে দল থেকে বের করে দিলে আমরা সবাই গঙ্গা স্নান করে ভালো করে দলটা করতে পারব।”

দলীয় শৃঙ্খলা ভেঙে এই ধরনের মন্তব্যের পর তৃণমূল নেতৃত্ব শো-কজ করে পরেশ পালকে৷ ওদিকে দলের অভ্যন্তরেই প্রশ্ন ওঠে, নিজের ইচ্ছায় এই পরিস্থিতিতে এত বড় ঝুঁকি পরেশ পাল নেননি৷ কার বা কাদের প্ররোচনায় প্রবীণ এই বিধায়ক দলের এক মন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন, তাঁর বা তাঁদের নামও প্রকাশ্যে আসা উচিত৷

ওদিকে জানা গিয়েছে, ঘনিষ্ঠ মহলে পরেশ পাল নাকি বলেছেন, তাঁর ধারনা ছিলো দলের সুপ্রিমো বিষয়টি জানেন৷ এমনই বলা হয়েছিলো তাঁকে৷ কিন্তু পরবর্তী পরিস্থিতিতে তিনি বুঝেছেন, তাঁর ধারনা সঠিক নয়৷ পরেশ-ঘনিষ্ঠ মহলের বক্তব্য, ” বোঝা যাচ্ছে না দাদা এই সংকটজনক পরিস্থিতিতে কেন এভাবে মুখ খুললেন৷ নিশ্চয়ই দাদাকে কেউ এ কাজ করতে বলেছিলো৷ কিন্তু কে বা কারা বলেছে, তা জানিনা৷”
পরেশ পালের এ ধরনের মন্তব্যেই স্পষ্ট হয়েছে, সুপ্রিমোর নাম ব্যবহার করে তাঁকে কেউ মিথ্যা বুঝিয়েছিলেন৷ সে কারনেই সেদিন তিনি সাধন পাণ্ডের বিরুদ্ধে ওইভাবে তোপ দেগেছিলেন৷

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version