লাদাখ সীমান্তে নিজেদের প্রস্তুত করছে চিন। ট্যাঙ্ক, হেলিকপ্টার, ড্রোন সমেত বিভিন্ন সরঞ্জাম নিয়ে তৈরি হচ্ছে বেজিং। যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে এই সব সরঞ্জাম ঢাল হিসেবে ব্যবহার করবে জিনপিং এর দেশ। সীমান্তে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সেনাও।

জানা গিয়েছে, টাইপ ১৫ ট্যাঙ্ক, জেড ২০ হেলিকপ্টর সহ জিজে ২ ড্রোন সীমান্তে নিয়ে এসেছে চিনের সেনাবাহিনী। তবে মনে করা হয়েছিল শান্তির বার্তা দেওয়ায় পিছু হটবে চিন। তবে সে ধারণা যে ভুল প্রমাণ করল জিনপিং সরকার।
পূর্ব লাদাখসহ গালওয়ান নালা এলাকায় এবং প্যাঙগং লেকের উত্তর দিকে অন্তত পাঁচটি এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। গত দু সপ্তাহে গালওয়ান নালা এলাকায় ১০০টি টেন্ট তৈরি করেছে চিন।
