Thursday, November 13, 2025

চরবৃত্তির অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিল্লির পাক দূতাবাসের দুই কর্তাকে

Date:

কূটনীতিক? না, গুপ্তচর ?

চরবৃত্তির অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হলো নয়াদিল্লির পাকিস্তান দূতাবাসের দুই কূটনীতিককে৷ রবিবার ভারতের বিদেশমন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে৷ এই দুই কূটনীতিককে ভারত সরকির PON বা ‘Persona Non Grata’ ঘোঘণা করেছে৷
বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘ওই দুই আধিকারিক যে ধরনের কার্যকলাপে জড়িয়েছেন, তা দূতাবাসের কর্মী হিসেবে তাঁদের পদ এবং মর্যাদার সঙ্গে অসঙ্গতিপূর্ণ৷’
দূতাবাসের পদাধিকারী হিসেবে তাঁদের যাবতীয় মর্যাদাও কেড়ে নেওয়া হচ্ছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে৷

পাকিস্তানের ওই দুই কূটনীতিককেই রবিবার ভারতীয় গোয়েন্দারা হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি করা হয়েছে৷ এর পরেই তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়৷ একই সঙ্গে পাকিস্তানি দূতাবাসকে কড়া বার্তাও দিয়েছে ভারত৷ ওই দুই পাক কূটনীতিকের কার্যকলাপ যে ভারতের নিরাপত্তার বিরুদ্ধে যাচ্ছে তাও জানিয়েছে ভারত৷ ভবিষ্যতে পাকিস্তানি দূতাবাসের কূটনৈতিক দলের কোনও সদস্যই যাতে এই ধরনের কার্যকলাপে না জড়ান, সে বিষয়েও সতর্ক করে দিয়েছে নয়াদিল্লি৷ কেন্দ্রের একটি সূত্র জানাচ্ছে, এই দুই চর আইএসআই-এর হয়েই কাজ করছিলো৷

দুই কূটনীতিকের ব্যবহার করা এই গাড়িও আটক করা হয়েছে

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version