বাংলা থেকে ছাড়ল প্রথম শ্রমিক স্পেশাল ট্রেন

হুগলি জেলার বিভিন্ন প্রান্তে একাধিক ক্ষেত্রে এখনও কর্মরত বিহার উত্তরপ্রদেশের বহু শ্রমিক। লকডাউনের জেরে এখন কর্মহীন। সেই কারণে বাড়ি ফিরতে চান তাঁরা। বাংলা থেকে এই প্রথম পরিযায়ী শ্রমিকদের নিয়ে স্পেশাল ট্রেন ছাড়ল। সরকারি উদ্যোগে রবিবার সন্ধেয় তাঁদের ফেরার ব্যবস্থা করা হয়। এই প্রথম এরাজ্যে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন রওনা হয় বিহারের মুজাফফরপুরে।

সাড়ে ৬ টা নাগাদ ব্যান্ডেল স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম থেকে মাত্র ২১৩ জন যাত্রী নিয়ে বিহার রওনা হয় ১৯ কামরার শ্রমিক স্পেশাল। ট্রেনের অধিকাংশ আসনই ছিল ফাঁকা। রেল সূত্রে খবর, ব্যান্ডেল থেকে মুজাফফরপুর পর্যন্ত টিকিট কাটা হয়েছিল ১৫২০ জন যাত্রীর। ৩৪৫ টাকা করে ১৫২০ জনের টিকিট কাটা হয়েছিল। ভাড়া বাবদ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা এদিন সকালেই রেলকে মিটিয়েছে বিহার সরকার। তার পরেই হুগলি জেলা প্রশাসনের তরফে পরিযায়ী দের ফেরানোর যাবতীয় ব্যবস্থা করা হয়। প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি সকলের হাতেই খাবারের প্যাকেট এবং জলের বোতল তুলে দেওয়া হয়। একইসঙ্গে হাতে তুলে দেওয়া হয় ট্রেনের টিকিট। উপস্থিত ছিলেন পরিবহন এবং পুলিশ আধিকারিকেরা। লকডাউনের শুরুতে অনেকেই যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করলেও যাওয়ার সময় এদিন তাঁরা কেউই আর যেতে রাজি হননি। ধীরে ধীরে কাজও শুরু হয়েছে তাই তাঁরা এই মুহূর্তে ফিরে যাওয়ার কথা ভাবছেন না বলে সূত্রের খবর।

Previous articleমানুষই আসলে ভিনগ্রহের জীব, বিজ্ঞানীর দাবিতে বিতর্ক
Next articleএকদিনে ভারতে করোনা আক্রান্ত ৮,৩৯২! দেশজুড়ে প্রবল উৎকন্ঠা