Saturday, November 15, 2025

হাইকোর্টের নির্দেশ, খুনের মামলায় ফের তদন্তের মুখে মোহনবাগানকর্তা

Date:

অনেকটা রেজওয়ানকাণ্ডের ছায়া।

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একটি মৃতদেহ।
প্রথমে মনে হয়েছিল দুর্ঘটনা।
পরে দেখা গেল মরদেহে বুলেট।

কেউ হত্যা করেছে এবং দুর্ঘটনার মত সাজিয়ে ফেলে গেছে।

যুবকের নাম জুনিয়র মৃধা।

তদন্তে নামে পুলিশ ও সিআইডি।
দেখা যায়, যুবকটি একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। সংশ্লিষ্ট মেয়েটি মোহনবাগানের এক পরিচিত মুখ কর্তার বাড়ির ঘনিষ্ঠ সদস্য।

ঘটনা সাত বছর আগের।
সেই সময়ে সিআইডি কোর্টে এফ আর টি ফাইল করে।
তারা জানিয়ে দেয় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই। অর্থাৎ কার্যত ক্লিনচিট পান সেই ব্যবসায়ী তথা ফুটবলকর্তা ও তাঁর বাড়ির লোকেরা।

এরপর নিহত যুবকের আত্মীয়রা ফের হাইকোর্টের দ্বারস্থ হন।
পিটিশন, লড়াই, ডিভিশন বেঞ্চে আপিল চলতে থাকে।

শেষ পর্যন্ত এই লকডাউনের ঠিক আগে হাইকোর্ট এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।
সিআইডি তদন্তের রিপোর্টকে ছত্রে ছত্রে তুলোধোনা করেছে হাইকোর্ট।
সিবিআইকে বলা হয়েছে ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করতে।
এখানে হাইকোর্ট বলেছে তদন্ত করলেও ওই ব্যবসায়ী, তাঁর ছেলের বিরুদ্ধে গ্রেফতারির মত কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু রক্ষাকবচ দেওয়া হয়নি ব্যবসায়ীর পুত্রবধূকে।

সল্টলেক সিজিও সূত্রে খবর, এই লকডাউনের মধ্যেই জেরা চলছে পুত্রবধূর। দুদিন জেরা হয়েছে। মঙ্গলবার আবার ডাকা হয়েছে।

হাইকোর্ট সিআইডির তদন্ত খারিজ করে বলেছে, হত্যা যখন হয়েছে, হত্যাকারীকে খুঁজে বার করাও দরকার।

ফলে মোহনবাগানের অন্যতম সহসভাপতি, ব্যবসায়ী, এক টিভি কোম্পানির মালিকের পরিবার আবার তদন্তের মুখে।

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version