Thursday, August 28, 2025

রেশনে চাল, গমের সঙ্গে এবার বিনামূল্যে মিলবে ডাল । করোনার কারণে দীর্ঘদিন লকডাউন। বহু মানুষ কাজ হারিয়েছেন। বহু মানুষের অন্নসংস্থান করার মত অবস্থাটুকুও নেই। তাদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার বিনামূল্যে রেশনের সুবিধা চালু করেছে।

চলতি বছর মার্চ মাসের তৃতীয় সপ্তাহতেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যের সকল মানুষকে আগামী ছয় মাস বিনামূল্যে রেশনের সুবিধা দেওয়া হবে। এরপর থেকেই রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার্থে রেশনে বিনামূল্যে চাল, গম দিতে শুরু করে। এবার চাল, গমের সঙ্গে ডালও পাওয়া যাবে রেশনে। কবে থেকে পাওয়া যাবে ডাল? জুন, জুলাই আগস্ট মাস থেকে ডাল পাওয়া যাবে । প্রতি পরিবারপিছু এক কেজি করে ডাল দেওয়া হবে। খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে এই সুবিধা প্রদান করা হবে পশ্চিমবঙ্গের মানুষকে।

কারা পাবেন এই সুবিধা?
পশ্চিমবঙ্গের সকল মানুষ যেমন বিনামূল্যে চাল-গমের সুবিধা পেয়েছেন, সেক্ষেত্রে বিনামূল্যে ডালের সুবিধা সকল শ্রেণীর মানুষ পাবেন না। পিএইচএইচ এবং এসপিএইচএইচ এবং এএওয়াই কার্ড যাদের আছে তারাই খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন।

চলতি মাসের ১৬ থেকে ৩০ শে জুন রেশনে ডাল পাওয়া যাবে।জুলাই-আগস্ট মাসে মুগ ডাল পাওয়া যাবে। জুলাই মাসের ১৫ই জুলাই থেকে শেষদিন ও আগস্ট মাসের ১৬ই আগস্ট থেকে শেষ দিন অবধি রেশনে গেলে এই সুবিধা পাওয়া যাবে। পরিবার পিছু ১ কেজি করে দেওয়া হবে এই ডাল।

খাদ্য সরবরাহ দফতর জানিয়েছে, কেউ যদি মাসের দ্বিতীয়ার্ধে রেশন তুলতে চান তাহলে তারা সমগ্র সুবিধাটি পাবেন । একইসঙ্গে বলা হয়েছে যাঁদের অন্নপূর্ণা অন্ত্যোদয় প্রকল্পের কার্ড রয়েছে তারা ১৩.৫০ টাকা কেজি দরে চিনি পাবেন।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version