জুনিয়র হত্যা: মোহনবাগানকর্তার প্রত্যক্ষ ভূমিকা মেলেনি, জেরা আত্মীয়াকে

নিজের পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়া প্রেমঘটিত সম্পর্কে জড়িয়ে বিতর্কে।

সেই প্রেমিক জুনিয়র মৃধার রহস্যমৃত্যুতে সন্দেহের বৃত্তে তিনিও।
‘ অনার কিলিং’ তত্ত্ব আসায় জড়িয়েছে গোটা পরিবারের নাম।
হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হতে আরও জটিলতা।
এর মধ্যে সেই আত্মীয়াকে বারবার কড়া জেরার মুখে পড়তে হচ্ছে। আজও সিবিআই অফিসে যেতে হবে।
ঘনিষ্ঠমহলে মোহনবাগান সহসভাপতি বলেছেন তিনি নির্দোষ। সিআইডি রিপোর্টেও তাঁকে ক্লিনচিট দেওয়া। আদালত রক্ষাকবচ দিয়েছেন।
তদন্তকারীদের সূত্রের খবর, জুনিয়র মৃধা হত্যার ঘটনাস্থল বা তার আগেপরে কোথাও তাঁর কোনো সক্রিয় ভূমিকার প্রমাণ এখনও পাওয়া যায়নি। উল্টে আত্মীয়া এমন ঘটনায় জড়ানোয় তিনি চূড়ান্ত বিব্রত ও বিপর্যস্ত। পরিবারের প্রধান হিসেবে স্নেহের আত্মীয়াকে আড়াল করা ছাড়া আর কীই বা করতে পারেন তিনি?

সিবিআই সূত্রে খবর, তাঁরা আদালতের নির্দেশনামা ও সিআইডির রিপোর্টটি খতিয়ে দেখছেন। প্রথমে সংশ্লিষ্ট মহিলাকেই জেরা চলছে। তিনি অসহযোগিতা না করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে না।
এদিকে সিআইডি রিপোর্টে এমন একটি বিষয় আছে, যা দেখে সিবিআইয়ের চক্ষু চড়কগাছ।

( বিশ্ব বাংলা সংবাদে নজর রাখুন)

 

Previous articleফের রেকর্ড, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৮,৯০৯
Next articleক্ষমাহীন ব্যর্থতা ঢাকার ‘খেলা’ শুরু