Sunday, November 16, 2025

এতো সুকুমারের নতুন পণ্ডিত! পাঠকদের উদ্দেশে কুণাল ঘোষের কলম

Date:

এখন বিশ্ব বাংলা সংবাদে এটা প্রায়শই হয়।

গত দুদিন বিজেপির নতুন কমিটি সংক্রান্ত খবর প্রকাশের পর আবার দেখলাম।

খবর পছন্দ হলে ভালো।
আর অপছন্দ হলে আমার নাম তুলে আক্রমণ কিছু কিছু পাঠকপাঠিকার।

হ্যাঁ, আমি এই পোর্টালে লিখি। সম্পাদকীয় পরামর্শ দিই।
কিন্তু এর প্রতিটি খবর আমার লেখা বা আমার পাওয়া; এটা কে বলল?

গতকাল রাতে, এক বর্ষীয়ান সাংবাদিককে হাসতে হাসতে বললাম, কী কাণ্ড দেখো। তুমি লিখলে। সেটি আপলোড হওয়ার আগে পড়েও দেখিনি। অথচ তার নিচের কমেন্টে গাল খাচ্ছি আমি ! এতো ভারি মজার ব্যাপার।

আসলে কিছু সবজান্তা পণ্ডিত আছেন।
কাগজ বা চ্যানেলে এঁরা পাকামি করতে পারেন না। মাতব্বরি দেখাতে যান পোর্টালে বা ফেস বুকে; কারণ হাতের কাছে। সত্যি ভুল হলে অবশ্যই বলবেন। কিন্তু এঁরা চোখে আঙুল দাদা।

যদি কোনো খবর বিজেপির পছন্দ না হয়, সঙ্গে সঙ্গে লেখা হবে দিদির দালাল।
যদি তৃণমূলের পছন্দ না হয়, তখনই আমরা শত্রু।
প্রতিটি ঘটনারই আলাদা প্রেক্ষিত।
ফলে অপছন্দ হলেই বিশেষণ। যুক্তি হারালেই সারদা। এসব পণ্ডিতি দেখে হাসি পায়।

বিশ্ব বাংলা সংবাদ এখন হু হু করে বাড়ছে কেন?
পাঠকপাঠিকারা বোকা নন। সচেতন।
কারণ এখানে স্পষ্ট নীতি সব ধরণের সব খবর যাবে। কোনো দলের কোনো বক্তব্য বাদ যাবে না। তথাকথিত কোনো বড় কাগজ বা চ্যানেলেও এই নীতি পাবেন না। এই পোর্টাল খুলে দেখুন, এর থেকে বেশি সব দলের সব ধরণের খবর আর কোনো সংবাদমাধ্যমে নেই। সেই কারণেই পাঠকমহলে আস্থা অর্জন করছে বিশ্ব বাংলা সংবাদ।

আর রইল আমাকে গালমন্দের প্রশ্ন।
বিশ্বাস করুন, যে কজন এই কাজটি করেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ, অনুপ্রাণিত।
তাঁরা এই বিশ্ব বাংলা সংবাদ না পড়ে থাকতে পারেন না। তার উপর যাই পড়েন, তার পিছনে আমার মুখটি দেখতে পান। অন্য সাংবাদিকরাও যে লিখছেন এবং যথেষ্ট দাপটের সঙ্গে খবর করছেন; এটা তাঁদের মানসিক গঠনেই নেই।
জীবনের এত ওঠাপড়ার পর এক সাংবাদিক হিসেবে এটা আমার বিরাট পাওনা।
যঁরা লেখা পছন্দ করেন, তাঁদের ধন্যবাদ।
আর যাঁরা অপছন্দ হলেই আমার মুখটি দেখেন; খবর যিনিই লিখুন, তাঁরা ভাবেন আমার লেখা এবং আমাকে গাল দেন, তাঁদেরও ধন্যবাদ। এক সাংবাদিকের কাছে এটা বিরাট পাওনা যে নিন্দুক সমালোচকরাও তাঁকে ছাড়া ভাবতে পারেন না। শয়নে স্বপনে জাগরণে একটা মুখই দেখেন তাঁরা।

এই বিষয়ে একটি চমৎকার তুলনা টানার জন্যে রয়েছে সুকুমার রায়ের ‘ পাগলা দাশু’র মত স্কুলভিত্তিক চিরনতুন গল্পগুলির সংকলনে ‘ নতুন পণ্ডিত’ গল্পটি।
নতুন পণ্ডিত কেন হরিপ্রসন্নর উপর রেগেছিলেন এবং হেডমাস্টার রামবাবুর পিছন থেকে স্রেফ কোট দেখে হরিপ্রসন্ন ভেবে বেদম মেরেছিলেন; আর তারপর নতুন পণ্ডিতের কী হয়েছিল, ভাবলেই এখনও মনে মনে হাসিতে ফেটে পড়ি।

এখন এই বয়সে, এই নতুন পণ্ডিতদের কান্ড দেখে সেই হাসিটাই হেসে যাচ্ছি।

 

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version