মোহনবাগানকর্তার আত্মীয়াকে আজও জেরা, সিনেমাকর্মী কী করছিলেন?

জুনিয়র মৃধা হত্যারহস্যে মোহনবাগানকর্তার আত্মীয়াকে জেরা চলছেই। অভিযোগ তাঁর সঙ্গে সম্পর্ক ছিল যুবকটির।

সিবিআই সূত্রের খবর, চারদিনের জেরাতেও অসঙ্গতি কাটেনি। বুধবার বিকেলের পর আবার বৃহস্পতিবার সকালে ওই মহিলাকে জেরার জন্য ডাকা হয়েছে। বেশ কিছু প্রশ্নে তিনি যথাযথ জবাব দিতে পারছেন না বলে তদন্তকারীদের পর্যবেক্ষণ।

এদিকে এর আগের সিআইডি রিপোর্টের একটি অংশ দেখে সিবিআই চমকেছে।
দেখা যাচ্ছে এখানে আরেক তরুণের উপস্থিতি রয়েছে। সেই তরুণ এক বিখ্যাত সিনেমা সংস্থার সঙ্গে জড়িত; ঘটনাচক্রে যার অন্যতম মালিক এখন অন্য মামলায় জেলবন্দি। এই তরুণের হাত ধরে সিনেমাজগতে প্রবেশের ইচ্ছা হয়েছিল ওই নারীর। তখন জুনিয়ের সঙ্গে সম্পর্কে ভাঁটা পড়ে। এই সিনেমার সঙ্গে জড়িত তরুণের ভূমিকা কী, বা আদৌ ভূমিকা ছিল কিনা, খতিয়ে দেখছে সিবিআই। দেখা যাচ্ছে জুনিয়র হত্যার পরেই এই তরুণ অন্য দরকারে মেয়েটির সঙ্গে দেখা করতে গিয়েছিল। কেন তখন দরকার পড়ল, সিবিআই খতিয়ে দেখছে।

সিবিআই সূত্রে খবর, আপাতত সিআইডি তদন্তের ফাঁকের উপর দাঁড়িয়ে যে প্রশ্নগুলি আসছে; তার উত্তর খোঁজা হচ্ছে। এরপর কয়েকটি নির্দিষ্ট ধাপে এগোবেন তাঁরা। এখনও এবিষয়ে মোহনবাগানকর্তার প্রত্যক্ষ যোগাযোগের কোনো প্রমাণ মেলেনি।

Previous articleস্কুল খোলার এক সপ্তাহের মধ্যে একাদশের খাতা ও নম্বর জমা দেওয়ার নির্দেশ সংসদের
Next articleকৃষ্ণাঙ্গদের আন্দোলনের পাশে দাঁড়ালেন ট্রাম্প কন্যা