Friday, August 29, 2025

কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা তিনি। সরকারের খাতায় সেটাই উল্লেখ আছে। কিন্তু শিক্ষিকা হিসেবে আরও ২৪টি স্কুলে যুক্ত আছেন তিনি। অথচ সেই তথ্য নেই রাজ্য সরকারের কাছে। উত্তরপ্রদেশের এই ঘটনায় শিক্ষিকার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

উত্তরপ্রদেশের বুনিয়াদি শিক্ষা দফতরের অধীনে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে শিক্ষিকতা করেন অনামিকা শুক্লা। সংশ্লিষ্ট রাজ্যের সরকার গত কয়েক মাস ধরে শিক্ষক-শিক্ষিকাদের সম্পর্কে যাবতীয় তথ্য নিচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে ডেটাবেস তৈরি করতে গিয়ে দেখা যায় একই সঙ্গে ২৫টি স্কুলে শিক্ষকতা করছেন অনামিকা। শুধু তাই নয়, প্রত্যেকটি স্কুল থেকে আলাদাভাবে বেতন তুলছেন তিনি।

বুনিয়াদি শিক্ষা দফতর সূত্রে খবর, অনামিকা মইনপুর জেলার বাসিন্দা। অমেঠী, আম্বেদকর নগর, রায়বরেলি, প্রয়াগরাজ, আলিগড় প্রভৃতি জেলার মোট ২৫টি স্কুলে শিক্ষিকা হিসেবে নাম রয়েছে তাঁর। প্রতিটি স্কুলে পড়ানোর জন্য ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেতন নিয়েছেন তিনি। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের পর মেডিক্যাল কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই বুনিয়াদি শিক্ষা দফতর তাঁর ঠিকানায় নোটিশ পাঠিয়েছে। কিন্তু তার জবাব মেলেনি।

উত্তরপ্রদেশের বুনিয়াদি শিক্ষা মন্ত্রী ড: সতীশ দ্বিবেদি জানিয়েছেন, “এই ঘটনার তদন্ত শুরু করেছে শিক্ষা দফতর।ওই শিক্ষিকার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সত্যি হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই কাজে অন্য কেউ যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে শিক্ষা দফতর।”

Related articles

প্রেক্ষাগৃহে রহস্য থেকে রম-কম! ২৯ অগাস্টে বড়পর্দায় বাংলা–হিন্দি ছবির ভিড় 

আগামিকাল অর্থাৎ শুক্রবার সপ্তাহান্তে একসঙ্গে মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা ও হিন্দি ছবি। ফলে সিনেমাপ্রেমীদের জন্য পছন্দের তালিকা...

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...
Exit mobile version