১০ বছর ভারতে প্রবেশ নিষিদ্ধ ২২০০ র বেশি তবলিগি জামাত সদস্যের

তবলিগি জামাতের বিদেশি সদস্যদের বিরুদ্ধে কড়া অবস্থান নিল স্বরাষ্ট্রমন্ত্রক। সংবাদ সংস্থা সূত্রে, আগামী দশ বছর  ২২০০ জনের বেশি বিদেশি সদস্যের ভারত ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভ্রমণের ভিসায় এদেশে এসে ধর্মীয় কার্যকলাপে অংশ নেওয়ায় আগেই কালো তালিকাভুক্ত করা হয়েছিল। এবার ভারতে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো তাঁদের বিরুদ্ধে।

মার্চের মাঝামাঝি সময় দিল্লির নিজামুদ্দিন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তবলিগি জামাতের সদস্যরা। যাদের মধ্যে ছিলেন বিদেশিরাও। এমনকী ওই জামায়াত থেকে করোনা সংক্রমণের অভিযোগ উঠেছিল। তবলিগি জামাতের জামাতের ৯৬০ সদস্যকে কালো তালিকাভুক্ত করা হয় এপ্রিল মাসে। নিজামুদ্দিনে অংশ নেওয়া প্রায় আড়াই হাজার বিদেশি নাগরিকদের চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে রয়েছেন আমেরিকা, ফ্রান্স, ইটালি, মালয়েশিয়ার নাগরিক। ইতিমধ্যে কয়েকজনকে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আগামী ১০ বছর তাঁরা ভারতে প্রবেশ করতে পারবেন না বলে স্পষ্ট জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

Previous articleকোভিডে মৃতদের নিয়ে নয়া নির্দেশিকা
Next articleবিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ মুখ্যমন্ত্রীর