Sunday, November 9, 2025

করোনা সংক্রমণের আবহে সেই মার্চ মাস থেকে টানা বন্ধ স্কুল। দেশের ৩৩ কোটি পড়ুয়া অপেক্ষা করছে স্কুল খোলার জন্য, অথচ রোজই বেড়ে চলেছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে কবে থেকে স্কুল খুলবে, এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। তিনি জানিয়েছেন, গত ১৬ মার্চ থেকে বন্ধ আছে স্কুল। অগাস্ট মাসের পর ফের স্কুল খোলা হতে পারে।

এর আগে মে মাসের শেষে রিপোর্ট এসেছিল যে, জুলাই থেকে ৩০ শতাংশ পড়ুয়ার উপস্থিতিতে খোলা হতে পারে স্কুল। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা বাড়িতে থাকবে বলেও জানা গিয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা আপাতত নেই, মন্ত্রীর বক্তব্য থেকে এমনই আভাস পাওয়া যাচ্ছে। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল, গ্রিন ও অরেঞ্জ জোনে স্কুল খোলা হবে। সেখানেও সোশ্যাল ডিসট্যান্সিং সহ সব নিয়ম মেনে চলতে হবে। দুটি শিফটে স্কুল খোলা হবে। কিন্তু করোনা সংক্রমণ এখন যেভাবে বাড়ছে তাতে স্কুল খোলার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

সাক্ষাৎকারে পোখরিয়াল বলেন, অগাস্টের পরে খুলবে স্কুল কিংবা কলেজ। সম্ভবত ১৫ অগাস্টেরও পরে খোলা হবে বলে জানিয়েছেন তিনি। ১৫ অগাস্টের মধ্যে সব পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। অর্থাৎ যেসব পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সেসব পরীক্ষার রেজাল্ট ঘোষণা করে দেওয়া হবে। সিবিএসসি বোর্ডের বাকি পরীক্ষা নেওয়া হবে ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে। আইসিএসই ও আইএসসি পরীক্ষা হবে ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version