Thursday, August 21, 2025

করোনা সংক্রমণের আবহে সেই মার্চ মাস থেকে টানা বন্ধ স্কুল। দেশের ৩৩ কোটি পড়ুয়া অপেক্ষা করছে স্কুল খোলার জন্য, অথচ রোজই বেড়ে চলেছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে কবে থেকে স্কুল খুলবে, এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। তিনি জানিয়েছেন, গত ১৬ মার্চ থেকে বন্ধ আছে স্কুল। অগাস্ট মাসের পর ফের স্কুল খোলা হতে পারে।

এর আগে মে মাসের শেষে রিপোর্ট এসেছিল যে, জুলাই থেকে ৩০ শতাংশ পড়ুয়ার উপস্থিতিতে খোলা হতে পারে স্কুল। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা বাড়িতে থাকবে বলেও জানা গিয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা আপাতত নেই, মন্ত্রীর বক্তব্য থেকে এমনই আভাস পাওয়া যাচ্ছে। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল, গ্রিন ও অরেঞ্জ জোনে স্কুল খোলা হবে। সেখানেও সোশ্যাল ডিসট্যান্সিং সহ সব নিয়ম মেনে চলতে হবে। দুটি শিফটে স্কুল খোলা হবে। কিন্তু করোনা সংক্রমণ এখন যেভাবে বাড়ছে তাতে স্কুল খোলার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

সাক্ষাৎকারে পোখরিয়াল বলেন, অগাস্টের পরে খুলবে স্কুল কিংবা কলেজ। সম্ভবত ১৫ অগাস্টেরও পরে খোলা হবে বলে জানিয়েছেন তিনি। ১৫ অগাস্টের মধ্যে সব পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। অর্থাৎ যেসব পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সেসব পরীক্ষার রেজাল্ট ঘোষণা করে দেওয়া হবে। সিবিএসসি বোর্ডের বাকি পরীক্ষা নেওয়া হবে ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে। আইসিএসই ও আইএসসি পরীক্ষা হবে ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version