ফের জল্পনা, পাক সেনার নির্দেশেই খুন দাউদ

করোনা নয়, পাক সেনার নির্দেশেই খুন করা হয়েছে মোস্ট ওয়ান্টেড দাউদকে। নিউজ পোর্টাল সানডে গার্ডিয়ান-এমনই দাবি করেছে ।
জানা গিয়েছে, ২০১৭ থেকেই পাকিস্তানে দাউদের কাজকর্মের প্রতি নজরদারি চালানো হচ্ছিল।এমনকি দাউদের আত্মীয়দের নির্দেশ দেওয়া হয়েছিল, দাউদের মৃত্যুর খবর পুরোপুরি অস্বীকার করতে হবে। গোয়েন্দারা আরও এক কদম এগিয়ে দাবি করেছেন, পাক সেনা দাউদকে পাকিস্তান থেকে ‘ভ্যানিশ’ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল বেশ কিছুদিন আগেই । তাদের যুক্তিও স্পষ্ট । বেশ কয়েকজন মার্কিন নাগরিকের খুনের সঙ্গে দাউদের নাম জড়ানোয় মার্কিন যুক্তরাষ্ট্র দাউদকে নিজেদের হেফাজতে পেতে ইসলামাবাদকে চাপ দিচ্ছিল।
গোয়েন্দা সূত্রে আরও দাবি করা হয়েছে , যে সুরক্ষা বলয়ের মধ্যে দাউদ থাকেন সেখানে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে । বরং চিকিৎসার অজুহাতে তার শরীরে কোনও বিষ ইঞ্জেকশন দেওয়া হতে পারে। এর ফলেই তার মৃত্যু হয় ।
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ একাধিক দেশের চাপে এর আগেও তার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল ।