Sunday, February 1, 2026

ফের উত্তেজনা বাসন্তীতে, দফায় দফায় বিক্ষোভ-পাল্টা বিক্ষোভ

Date:

Share post:

গ্রাম্য-বিবাদকে কেন্দ্র করে বাসন্তীতে গুলি করে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ফুল মালঞ্চ এলাকার ১১ নম্বর সর্দারপাড়ায়৷ নিহত হয়েছেন আমির আলি সর্দার নামে স্থানীয় এক বাসিন্দা৷ সেই ঘটনার জেরে এদিন বেলায় দফায় দফায় বিক্ষোভ- পাল্টা বিক্ষোভে অগ্নিগর্ভ গোটা এলাকা৷ গত বেশ কিছু দিন ধরেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুল মালঞ্চ থানা এলাকায় দফায় দফায় বোমাবাজি চলায় পরিস্থিতি উত্তপ্ত৷ বুধবার সকালে ফুল মালঞ্চ এলাকার ১১ নম্বর সর্দারপাড়ায় ফের বোমাবাজি শুরু হয়৷

সে সময় স্থানীয় গু়ড়িয়া বাজারে যাওয়ার জন্য নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন আমির আলি সর্দার। পথে নামতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি লাগে তাঁর বাঁ পাজরে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন আমির। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
আমির আলির মৃত্যু ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। পরে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি তাজা দিশি বোমা। ফুল মালঞ্চ থানা এলাকায় গত কয়েক দিন ধরে উত্তেজনার কথা স্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যুব তৃণমূলের তরফে বলা হয়েছে, স্থানীয় বিবাদকে কেন্দ্র করে গোলমাল চলছে৷ বিজেপি-সহ বিরোধী দল এই ঘটনার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দিচ্ছে৷
এদিকে বেলা গড়াতেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে৷ আমির আলির হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়৷ বিক্ষোভ এক পর্যায়ে ফের নতুন গোলমাল সৃষ্টি করেন পুলিশ পরিস্থিতি সামাল দেয়৷ গোটা এলাকায় এখনও প্রবল উত্তেজনা ৷

spot_img

Related articles

শুক্রের পরে শনিতে: রাজ্য পুলিশে ফের সংশোধন ও রদবদল

শুক্রবার রাজ্য পুলিশের ডিজি পদে এসেছেন পীযূষ পাণ্ডে। এরকমই রাজ্যের পুলিশের (West Bengal police) শীর্ষ পদে ব্যাপক রদবদল...

সোমে মাধ্যমিক, এখনও নেই অ্যাডমিট! ৮৬টি স্কুলকে চরম হুঁশিয়ারি পর্ষদের

হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। সোমবার থেকেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা ‘মাধ্যমিক’। অথচ দুশ্চিন্তার পাহাড়...

নারী সুরক্ষায় বড় পদক্ষেপ: মহিলাদের সুবিধার্থে বিশেষ পার্কিং জোন চালু করল অ্যাক্রোপলিস মল

কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন ‘অ্যাক্রোপলিস মল’ মহিলা ক্রেতা ও চালকদের সুবিধার্থে একগুচ্ছ অভিনব পদক্ষেপ গ্রহণ করল। মহিলাদের...

সেঞ্চুরির পর কিপিংয়ের মহড়াও সারলেন ঈশান, বিশ্বকাপের প্রথম একাদশ বেছে নিলেন গম্ভীর?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ৪৬ রানে জিতল ভারত(India)। সিরিজের ফল ৪-১ । টি২০ বিশ্বকাপ শুরুর সাত দিন...