Sunday, January 11, 2026

ফের উত্তেজনা বাসন্তীতে, দফায় দফায় বিক্ষোভ-পাল্টা বিক্ষোভ

Date:

Share post:

গ্রাম্য-বিবাদকে কেন্দ্র করে বাসন্তীতে গুলি করে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ফুল মালঞ্চ এলাকার ১১ নম্বর সর্দারপাড়ায়৷ নিহত হয়েছেন আমির আলি সর্দার নামে স্থানীয় এক বাসিন্দা৷ সেই ঘটনার জেরে এদিন বেলায় দফায় দফায় বিক্ষোভ- পাল্টা বিক্ষোভে অগ্নিগর্ভ গোটা এলাকা৷ গত বেশ কিছু দিন ধরেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুল মালঞ্চ থানা এলাকায় দফায় দফায় বোমাবাজি চলায় পরিস্থিতি উত্তপ্ত৷ বুধবার সকালে ফুল মালঞ্চ এলাকার ১১ নম্বর সর্দারপাড়ায় ফের বোমাবাজি শুরু হয়৷

সে সময় স্থানীয় গু়ড়িয়া বাজারে যাওয়ার জন্য নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন আমির আলি সর্দার। পথে নামতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি লাগে তাঁর বাঁ পাজরে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন আমির। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
আমির আলির মৃত্যু ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। পরে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি তাজা দিশি বোমা। ফুল মালঞ্চ থানা এলাকায় গত কয়েক দিন ধরে উত্তেজনার কথা স্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যুব তৃণমূলের তরফে বলা হয়েছে, স্থানীয় বিবাদকে কেন্দ্র করে গোলমাল চলছে৷ বিজেপি-সহ বিরোধী দল এই ঘটনার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দিচ্ছে৷
এদিকে বেলা গড়াতেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে৷ আমির আলির হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়৷ বিক্ষোভ এক পর্যায়ে ফের নতুন গোলমাল সৃষ্টি করেন পুলিশ পরিস্থিতি সামাল দেয়৷ গোটা এলাকায় এখনও প্রবল উত্তেজনা ৷

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...