Saturday, May 17, 2025

করোনা পরিস্থিতিতে বন্ধ সংসদ ভবন। কিন্তু জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হওয়ার কথা। সংসদের উচ্চ ও নিম্নকক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখা কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে বাদল অধিবেশনের দিনক্ষণ ঠিক করতে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন দুই কক্ষের সেক্রেটারি জেনারেলরাও। এদেশে লোকসভার সদস্য ৫৪৫ এবং রাজ্যসভার ২৪৫ জন। সেক্ষেত্রে লকডাউনের স্বাস্থ্যবিধি মেনে জুলাইয়ে বাদল অধিবেশন করা কার্যত অসম্ভব সংসদে। পার্লামেন্টের সেন্ট্রাল হল বা দিল্লির বিজ্ঞান ভবনে অধিবেশন করা যায় কিনা তা নিয়েও আলোচনা হয়।
শেষ পর্যন্ত সংসদের কাজকর্ম চালানোর জন্য ভারচুয়াল অধিবেশন করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। কিন্তু সেখানে সমস্যা অন্যত্র। কেননা লোকসভা ও রাজ্যসভার সদস্যদের সবাই অনলাইনে অভ্যস্ত নন। অনেক সাংসদই প্রযুক্তি ব্যবহারে সড়গড় নন।
তাই সব ঠিকঠাক থাকলে এবারের বাদল অধিবেশন অনলাইনে হবে। সদস্যরা ঘরে বসে অনলাইনে আলোচনায় অংশ নিতে পারবেন।
প্রসঙ্গত,কানাডা-ব্রিটেনের পথে হাঁটতে চলেছে ভারত?
করোনা আতঙ্কে কার্যত বাধ্য হয়েই ভারচুয়াল পার্লামেন্টের পথে হেঁটেছে এই দুই দেশ।
গত ১৭ মে অনলাইনে অধিবেশন শুরু হয় কানাডার সংসদে। কানাডার ৩৩৮ সাংসদ জু়ম অ্যাপে পার্লামেন্টের আলোচনায় অংশ নেন।
ওম বিড়লা ও বেঙ্কাইয়া নায়ডু আধিকারিকদের সব বিষয়গুলি খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট দিতে বলেছেন।

Related articles

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...
Exit mobile version