Saturday, January 10, 2026

ফের এক ধারাবাহিক মাঝপথে বন্ধ করলো শ্রীকান্ত মোহতার Svf

Date:

Share post:

বেআইনি অর্থলগ্নি সংস্থা মামলায় এখনও CBI হেফাজতে SVF-এর অন্যতম অংশীদার শ্রীকান্ত মোহতা৷ ওদিকে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে SVF প্রযোজিত টেলি- সিরিয়ালগুলি৷

কিছুদিন আগে মাঝপথেই বন্ধ হয়েছে SVF প্রোডাকশন হাউসের জনপ্রিয় ধারাবাহিক ‘নিশির ডাক’। আর বৃহস্পতিবার প্রোডাকশন হাউসের তরফে আচমকাই জানিয়ে দেওয়া হয়েছে, বন্ধ করা হলো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বাঘবন্দি খেলা’। দুই ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন প্রায় ২০০-র মতো শিল্পী, কলাকুশলী, টেকনিশিয়ান৷ করোনা আবহে কাজ হারালেন সবাই৷ মাথায় হাত দিয়ে ভাবছেন, এবার কী হবে ?

সেরা চার সিরিয়ালের মধ্যেই ছিলো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বাঘবন্দি খেলা’। অভিনব গল্প৷ এক যুবক প্রতিটি পূর্ণিমার রাতে বাঘ হয়ে যাওয়াকে কেন্দ্র করে জমে উঠেছিলো এই ধারাবাহিক। কিন্তু এই
ধারাবাহিকও বন্ধ করে দিলো শ্রীকান্ত মোহতার SVF ৷ ফলে ৮০ তম পর্বে এসে অকালে বিদায় নিলো ‘বাঘবন্দি খেলা’৷

নানা নাটকের পর করোনা’র ফাঁড়া কাটিয়ে আজ থেকে শুটিং শুরু হয়েছে টলিপাড়ায়। কিন্তু টিম ‘বাঘ বন্দি খেলা’ আর ফিরতে পারলো না ফ্লোরে৷
SVF-এর তরফে ‘বাঘ বন্দি খেলা’র শিল্পী ও কলাকুশলীদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বন্ধ হচ্ছে শুটিং। এই ধারাবাহিক নিয়ে সংস্থা আর না এগোনোর সিদ্ধান্ত নিয়েছে৷

SVF-এর এই ঘোষণায় হতাশ শিল্পীরা৷ ‘বাঘ বন্দি খেলা’র প্রধান চরিত্র ‘সিদ্ধার্থ’ র ভূমিকায় অভিনয় করা রুবেল দাস বৃহস্পতিবারই ফেসবুক পোস্টে লিখেছেন, “এতদিন নিস্তব্ধতার পর একটি জরুরি ঘোষণা কারোর প্রতি অভিযোগ না রেখে। Covid 19 আমাদের অনেক কিছু শিখিয়েছে, আবার আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে ও নিয়েছে। Zee bangla-র অন্যতম ধারাবাহিক
‘বাঘ বন্দি খেলা’, যা প্রতিদিন সন্ধ্যে ৭.৩০ টায় হতো, ১৫ জুন থেকে আর telecast আপনারা দেখতে পারবেন না। কিছু কারণে ধারাবাহিকটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ধারাবাহিকটি প্রথম সপ্তাহেই সাড়া ফেলেছিল, top 4-এ স্থান গ্রহণ করে, তারপর এই ধারাবাহিকটি সম্পূর্ণ অন্যরকম বলে মানুষকে বিনোদন ও দিয়েছিল৷ এই ধারাবাহিককে অনেকে ভালোবাসা দিয়েছেন, অনেকেরই আবার মনে হয়েছে যে এটি অবাস্তব এবং কাল্পনিক, অনেকে বলেছেন এই ধরনের গল্প চলার মত নয়, আজ অনেকেরই ভাললাগা আর খারাপ লাগা নিয়ে গল্পটি ৮০ তম পর্বে সমাপ্ত হচ্ছে।
যারা এই journey তে আমাদের পাশে ছিলেন বা ছিলেন না, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই সঙ্গে থাকবেন, আর শুভেচ্ছা রাখবেন বা আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে আরো ভালো কাজ করতে পারি। কোনো সহানুভূতি নয়, সমর্থন দরকার। আবার ফিরবো অন্যভাবে অন্যরূপে, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন!”

এই ধারাবাহিকে থাকা আর এক শিল্পী পৌষমিতা গোস্বামী বলেছেন, “ফোন করে জানানো হয়েছে, বন্ধ করতে হচ্ছে ‘বাঘ বন্দি খেলা’। কিছু ইন্টারনাল কারণেই এই সিদ্ধান্ত। আমরা বলেছিলাম হঠাৎ করে এতদিনের ক্রাইসিসের পর সিরিয়ালটা বন্ধ হয়ে গেলে আমরা কোথায় যাব? কবে আবার আমরা কোনও কাজ পাব তার কোনও নিশ্চয়তাও তো নেই এই মুহূর্তে? এর কোনও উত্তর আসলে কারো কাছেই নেই। মনটা আজ খুব খারাপ। সবাই ফিরছে কাজে। আমরা ফিরছি না। আশাকরি আবার কোনও ভাল কাজ নিয়ে ফিরব আমরা। দেখা হবে সকলের সঙ্গে।”

জনপ্রিয় হয়ে ওঠা একের পর এক ধারাবাহিক SVF যেভাবে মাঝপথে বন্ধ করে দিচ্ছে, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে৷ প্রশ্ন উঠেছে, শ্রীকান্ত মোহতা হেফাজতে থাকায় SBF কি ‘অর্থকষ্টে’ ভুগছে ?

spot_img

Related articles

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...