Monday, May 19, 2025

“এটা মানবতার লজ্জা”- গড়িয়াকাণ্ডে মন্তব্য রাজ্যপালের, সম্পূর্ণ তথ্য দাবি

Date:

গড়িয়া শ্মশানে বেওয়ারিশ মৃতদেহ সৎকার করতে নিয়ে যাওয়ার ঘটনায় এবার আসরে রাজ্যপাল জগদীপ ধনকড়। গড়িয়া আদি শ্মশানে সকালে 13টি বেওয়ারিশ দেহ দাহ করতে নিয়ে যায় কলকাতা পুরসভা। কিন্তু স্থানীয় বাসিন্দা ও ডিওয়াইএফআই কর্মীদের বাধায় সেগুলি আবার গাড়িতে তুলে নিয়ে ফিরে যেতে বাধ্য হন পুর কর্মীরা। দেহগুলি শ্মশান থেকে গাড়িতে তোলার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, বিবস্ত্র মৃতদেহগুলি আঁকশি দিয়ে টেনে গাড়িতে তোলা হচ্ছে। সেই ভিডিও নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল।

 

নিজের টুইটার হ্যান্ডেল তিনি লেখেন, “অত্যন্ত হৃদয়বিদারক, অসংবেদনশীল ভাবে দেহগুলিকে নিয়ে যাওয়া হয়”। এ বিষয়ে তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে দ্রুত আপডেট জানতে চান।
একইসঙ্গে তিনি বলেন, “আমাদের সমাজে মৃতদেহকে সর্বোচ্চ সম্মান দেওয়াই রীতি”। সেখানে এই ধরনের একটি ঘটনার তীব্র নিন্দা করেন রাজ্যপাল। এ বিষয়ে সঠিক তথ্য জানতে চান ধনকড়।
টুইটে মুখ্যমন্ত্রীর অফিশিয়াল টুইটার হ্যান্ডেলকে ট্যাগ করে তিনি জানতে চেয়েছেন,

1. এই দেহগুলি যাঁদের, তাঁরা কবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন?

2. তাঁদের কী চিকিৎসা হয়েছিল?

3. তাঁরা কোন হাসপাতালে ভর্তি ছিলেন?

4. তাঁদের মৃত্যুর কারণ কী?

5. তাদের বেড হেড টিকিট কোথায়?

রাজ্যপাল প্রশ্ন তোলেন, কীভাবে একটি মানব শরীরকে এইভাবে আঁকশি দিয়ে টেনে নিয়ে যাওয়া যায়? “এটা মানবতার লজ্জা” বলে মন্তব্য করেন ধনকড়। আইন ও রীতি মেনে সৎকারের কথা বলেন তিনি।
তবে, পুলিশের তরফে জানানো হয়েছে, হাসপাতালের মর্গে থাকা এই দেহগুলি করোনায় মৃতদের নয়- সে বিষয়ে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

Related articles

Petrol Diesel price: একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম

১৯ মে (সোমবার), ২০২৫ à¦•লকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

Gold Silver Price: জেনে নিন সোনা-রুপোর দাম

সোমবার ১৯ মে, ২০২৫ à§§ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ৯৩৪০ ₹             ৯৩৪০০ ₹ খুচরো পাকা সোনা   ৯৭৩৮৫...

আগামী ৫ বছরে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা আছে: হর্ষ নেওটিয়া

আগামী ৫ বছরে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা আছে। উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলনে জানালেন শিল্পোদ্যাগী হর্ষবর্ধন নেওটিয়া (Harshavardhan...

জল থৈ থৈ বেঙ্গালুরু, প্রাক-বর্ষায় সুখবর বাংলাতেও

বর্ষার আগেই ঘূর্ণাবর্তের দাপটে নাজেহাল দক্ষিণ ভারতের একাধিক রাজ্য। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জেরে টানা তিন দিন বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরুসহ...
Exit mobile version