Saturday, August 23, 2025

“নানা ভাষা নানা মত নানা পরিধান, / বিবিধের মাঝে দেখ মিলন মহান।” সব ধর্ম, সব ভাষা, সব জাতি একসঙ্গে থাকাটাই ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্য। কিন্তু বর্তমান ভারতের পরিস্থিতি দেখে উদ্বিগ্ন মার্কিন প্রশাসনের কূটনীতিক। গত বুধবার আমেরিকার বিদেশ সচিব মাইক পম্পিও ২০১৯ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস রিপোর্ট নামে এক প্রতিবেদন পেশ করেন। এরপরই কূটনীতিক স্যামুয়েল ব্রাউনব্যাক ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সারা বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা হরণের গুরুত্বপূর্ণ ঘটনা ওই রিপোর্টে নথিভুক্ত করা হয়েছে। এর আগেও আমেরিকা ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে কেন্দ্রীয় সরকার বারবার ওই রিপোর্টকে ভিত্তিহীন বলে এসেছে। রিপোর্ট প্রকাশ হওয়ার পর ব্রাউনব্যাক সাংবাদিকদের বলেন, “এখন ভারতে যা ঘটছে তা নিয়ে আমরা যথেষ্ট। ভারত বরাবরই পরমতসহিষ্ণু। এক ধর্ম অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এখন নানা ধরনের সমস্যা দেখতে পাচ্ছি। ভারতে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে শীর্ষস্তরে আলাপ-আলোচনা শুরু হওয়া দরকার। সেটাই সমাধানের রাস্তা।”

প্রসঙ্গত, এক রিপোর্টে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল ২০০৮ থেকে ’১৭ সালের মধ্যে ভারতে ৭৪৮৪ টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। তাতে ১১০০-র বেশি মানুষ মারা গিয়েছেন। যদিও মার্কিন কূটনীতিকের এই বক্তব্যের পাল্টা জবাব এখনও পর্যন্ত দেয়নি কেন্দ্রীয় সরকার।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version