বণিকসভায় সরাসরি  প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সভা

ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা বললেন…

১. ভারতের বিকাশে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের বিরাট ভূমিকা

২. দেশ এখন একাধিক চ্যালেঞ্জের মুখে
৩. করোনা, আমফান, পঙ্গপাল, ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে ভারত
৪. দেশভাগের যন্ত্রণা হয়েছে চেম্বার অফ কমার্স
৫. এইসব চ্যালেঞ্জ পেরিয়ে আমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাব

৬. পরিস্থিতি আমাদের পরীক্ষা নিচ্ছে
৭. আমাদের লক্ষ্য আত্মনির্ভর ভারত
৮. এইসব চ্যালেঞ্জ মোকাবিলা করে যে এগোবে সেই আসল বিজয়ী
৯. হার মারলেই পরাজয়। জয়ের সংকল্প করলেই বিজয়।
১০. করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা কারওর থেকে পিছনে নেই
১১. এই বিপদ থেকে আমরা সুযোগে রূপান্তরিত করব
১২. মুশকিলের সময় নিজেদের আরও মজবুত করে গড়ে তুলতে হবে
১৩. পরিবারে কেউ বড় হলে আমরা বলি, নিজের পায়ে দাঁড়াও

১৪. অন্য দেশের উপর আমাদের নির্ভরতা কমাতে হবে

১৫. দেশের উৎপাদিত দ্রব্য কেনার উপর জোর দিন
১৬. কৃষকরা এখন দেশের যে কোনও জায়গায় উৎপাদিত দ্রব্য বেচতে পারে

১৭. কৃষকদের ব্যাঙ্কে টাকা পাঠানোই হোক কিংবা তাদের উৎপাদিত দ্রব্য বিক্রি, সব ব্যাপারে আমরা কৃষকদের উন্নতি দিকে তাকিয়ে

১৮.পশিমবঙ্গ জৈব চাষে নেতৃত্ব দিতে পারে

১৯. পশ্চিমবঙ্গে পাট শিল্পের কথা মাথায় রেখে চট শিল্পের উপর জোর

২০. জৈব চাষ করে লাভবান হতে পারে উত্তর-পূর্বের লোকজন

২১. এলইডি ল্যাম্প-এর ওপর জোর দেওয়ায় বিদ্যুৎ বিলে সাশ্রয়
২২. এলইডি বালবের কারণে ১৯ হাজার কোটি টাকার বিদ্যুৎ বিলে সাশ্রয়
২৩. প্লাস্টিক হটিয়ে চটের ব্যাগ চালু করার ব্যবস্থা করুন
২৪. এতে উপকার হবে চট শিল্পের
২৫. GEN ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হন, তাহলে ছোট থেকে বড় ব্যবসায়ীরা তাদের উৎপাদিত দ্রব্য সরাসরি সরকারকে বিক্রি করতে পারবেন

২৬. সোলার বিদ্যুতের ব্যাপক বাজার উত্তর -পূর্বে। ২০২৫ সালকে টার্গেট করে আপনারা এ ব্যাপারে চ্যালেঞ্জ নিন

Previous articleবণিকসভায়  প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সভা নিয়ে ব্যাপক কৌতূহল
Next articleফাঁকা মাঠেও আইপিএল করতে আগ্রহী সৌরভ