Monday, August 25, 2025

বহুদিন কোথাও ঘুরতে যাওয়া হয় নি। হোটেল, পর্যটন কেন্দ্রগুলি ধীরে ধীরে খুলতেই ঘুরতে যাওয়ার প্ল্যান করে নিয়েছেন ভ্রমণপিপাসুরা । কিন্তু বেড়ানো শুরু হলেও তা আর আগের মতো থাকবে না। প্রথম বদল আসবে যাতায়াতে।
ট্রাভেলস কোম্পানিগুলি জানাচ্ছে, করোনার জেরে তাদেরও আর সব জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া সম্ভব হবে না। বেড়ানো শুরু হলেও সেটা আর আগের মতো থাকবে না। প্রথম বদল আসবে যাতায়াতে। একাধিক সংস্থা জানাচ্ছে, রেলের বদলে তারা গুরুত্ব দেবে বিমানকে। স্বাস্থ্য বিধি মেনে বিমানে যাতায়াত অনেক কম ঝুঁকির বলেই তারা মনে করছে। দ্বিতীয়ত একটি পরিবারের জন্য একটি গাড়ি বরাদ্দ থাকবে। আগে একসঙ্গে একই গাড়িতে বা বাসে যাওয়ার যে ব্যবস্থা করা হত তা আর হবে না।

ট্রাভেল মালিকরা জানাচ্ছেন, স্বাস্থ্য সুরক্ষা মেনে আলাদা গাড়ি ব্যবস্থা করতে হবে। তাতে খরচ অনেকটাই বাড়বে। কিন্তু সুরক্ষার জন্য এমনটা করতেই হবে । আর এই ট্রাভেল মলিকেদের কথায় সহমত পোষণ করছে আইআরসিটিসি গ্রুপ। এই গ্রুপের জেনারেল ম্যানেজার দেবাশীস চন্দ্র জানাচ্ছেন, “আমরা গ্রুপ বুকিংয়ের সংখ্যা কমিয়ে দিচ্ছি। এমনকী, কোচ বুকিং করছি না। তবে ফ্যামিলি বুকিংয়ের ওপর আমরা জোর দিচ্ছি।” ট্রাভেল মালিকরা মনে করছেন খরচ বাড়বে। সেখানে কিছুটা আশ্বস্থ করছে IRCTC। তারা বলছে, প্যাকেজে তারা খরচ কমাবে। কম পক্ষে ১০ থেকে ২০ শতাংশ প্যাকেজ রেট কমাবে তারা।

Related articles

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...
Exit mobile version