Thursday, May 15, 2025

ঋতুপর্ণকে উৎসর্গ করে ইউটিউবে মিমির প্রথম রবীন্দ্রসঙ্গীত “আমার পরাণ যাহা চায়”

Date:

ঠিক ১০ বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে শুরু হওয়া বিখ্যাত টেলিভিশন শো “গানের ওপারে” দিয়েই প্রথমবার নিজের কেরিয়ার শুরু করেছিলেন মিমি। যেখানে পুপের চরিত্রে মিমিকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেখা গিয়েছিল। যে চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল। রাতারাতি সকলের মনে জায়গা করে নিয়েছিলেন মিমি। এবার বাস্তবেও যেন পুপে হয়েই ফিরে এলেন তিনি।

“আমার পরাণ যাহা চায়”, অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী ফের গাইলেন প্রিয় রবীন্দ্রসঙ্গীত। প্রথমবার নিজের ইউটিউব চ্যানেলে জন্য তিনি রবীন্দ্রসঙ্গীত গাইলেন। করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনের পর মিমি চক্রবর্তীই দেশের কোনও প্রথম অভিনেত্রী, যিনি সরকারি নির্দেশিকা মেনে শ্যুটিং শুরু করেছেন। গত à§§ জুন থেকে কনটেইনমেন্ট জোন নয়, এমন এলাকাগুলিকে বাদ রেখে শ্যুটিংয়ের অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। সেই সরকারি নির্দেশিকা মেনেও রাজারহাটের একটি অঞ্চলে শ্যুট করেন মিমি। মিমি চক্রবর্তীর গাওয়া এই গানটি উপস্থাপন করেছেন সঙ্গীত পরিচালক ডাব্বু ও শ্যুট করেছেন সায়ক চক্রবর্তী।

এ প্রসঙ্গে মিমি বলেন, “আমি যখন গত বছর আমার প্রথম হিন্দি গান আনজানা রিলিজ করেছিলাম, তখনই শ্রোতাদের কাছ থেকে অনেক অনুরোধ পেয়েছিলাম একটি বাংলা গান গাওয়ার জন্য। লকডাউনে গানের ওপরে ধারাবাহিকটি আবারও টেলিভিশনে সম্প্রচারিত হওয়া শুরু হয়। কাজের চাপে যদিও আমি পুরো অনুষ্ঠানটি দেখার সুযোগ পাইনি। তবে এটা বুঝে ছিলাম শ্রোতারা পুপের চরিত্রটি বেশ পছন্দ করছেন। তাই একদিন আমার আইপ্যাডে আমার পরাণ যাহা চায় গানটি রেকর্ড করি এবং পরে সেটা সঙ্গীত পরিচালক ডাব্বুকে পাঠিয়েও দিই। উনি সব দেখে গানটি রেকর্ড করার করার কথা বলেন। ঘটনাচক্রে এই গানটা আমার খুব পছন্দের একটি রবীন্দ্রসঙ্গীতের মধ্যে অন্যতম।”

মিমি আরও জানান, সরকারি নির্দেশিকা মেনে সম্পূর্ণ সামাজিক দূরত্ব বিধি ও স্বাস্থ্য বিধি মেনেই তিনি রাজারহাটে নিরাপদ জায়গায় শ্যুটিং করেছেন। পাশাপাশি, এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর, সমস্ত শ্রোতা তাঁর একসময়ের মেন্টর ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করেছেন মিমি।

Related articles

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...

টেস্ট অবসরের পর প্রথম মাঠে নামলেন বিরাট কোহলি

টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ১৭ মে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)...

দুমুখো ট্রাম্প, অ্যাপেলকে ভারতে কারখানা গড়তে না আমেরিকার

বাণিজ্য না করার হুমকি দিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করার পর এবার এদেশে অ্যাপলের জিনিস উৎপাদন না...
Exit mobile version