Saturday, November 15, 2025

কলেজ টিচার সবজি বেচছে-মৃতদেহ লোপাট হচ্ছে! ফের রাজ্যকে তীব্র আক্রমণ সুজনের

Date:

ফের রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ সিপিএম নেতা সুজন চক্রবর্তী। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য কিংবা করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরেন বাম পরিষদীয় দলনেতা। একাধিক অভিযোগ তুলে তিনি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠি লেখেন।

সুজন চক্রবর্তীর কথায়, প্রাইমারি, এসএসসি টেট পরীক্ষা-সহ রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে যা চলছে ভাবা যায় না। এখানে ঘুষ দুর্নীতি চলছে। আর কোনও নীতি-নিয়মের বালাই নেই। টেট পরীক্ষার যে হয়েছিল ২০১৭ সালে ও আপার প্রাইমারি হয়েছিল ২০১২ সালে, এখনও পর্যন্ত তার সুরাহা হলো না। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলছে এই সরকার। এই নিয়ে বিধানসভায় সিপিএম ও কংগ্রেস যৌথভাবে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছিল। তিনি বিষয়টি দেখবেন বলে এড়িয়ে গেছেন বরাবর।

সুজনের দাবি, আজও সেসব ছাত্রছাত্রীরা ফোন করে জানতে চাইছে কী হবে। চাকরির বয়সের শেষ সীমানায় পৌঁছাতে আর বেশি দেরি নেই অনেকের। এই নিয়ে একাধিক মামলা হয়েছে হাইকোর্টে। যাতে করে আরও সময় পেয়ে যায়। বেতনক্রম নিয়ে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন, সেটাও বাস্তবায়ন হয়নি।

এই কঠিন পরিস্থিতিতে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, কলেজ টিচার এই সময়ে সবজি বিক্রি করছেন পেটের তাগিদে। অনেকে অনলাইন ক্লাস নিচ্ছে। কিন্তু গত ৬ মাস ধরে একটি পয়সাও বেতন পায়নি বলে অভিযোগ করলেন সুজন চক্রবর্তী। তাঁর আরও অভিযোগ, রাজ্যের সর্বস্তরের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছে এই সরকার।

অন্যদিকে, করোনা ইস্যুতে স্বাস্থ্যবিধি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে সুজন চক্রবর্তী বলেন, রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। করোনা নিয়ে তথ্য, গোপন মৃতদেহ লোপাট চলছে। কোনও পরীক্ষা হচ্ছে না। সেইসঙ্গে পরিযায়ী শ্রমিক যাঁরা এসেছেন, তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা ঠিকমতো করছে না বলেও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেন সুজন।

Related articles

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির! চাকরিপ্রার্থীদের শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা। কমিশন জানিয়েছে, প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য...

রেকর্ড আয়েই নতুন উৎসাহে ফিরল বেঙ্গল সাফারি পার্ক

রেকর্ড আয়ের হাত ধরে নতুন উদ্যমে ভরপুর হয়ে উঠেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের...
Exit mobile version