কর্মসমিতির সিদ্ধান্ত বদলের অভিযোগ, সাসপেন্ড প্রাক্তন উপাচার্য সহ তিন আধিকারিক

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সিদ্ধান্ত ‘পরিবর্তন’ করার অভিযোগ। প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন, ভারপ্রাপ্ত কর্মসচিব সৌগত চট্টোপাধ্যায়, ভারপ্রাপ্ত ফিনান্স অফিসার সমিত রায়কে শুক্রবার সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। তৎকালীন কর্মসমিতির সদস্য শেলী ভট্টাচার্যের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেটা এখনও স্পষ্ট নয়।

২০১৮ সালের কর্মসমিতির সিদ্ধান্ত “পরিবর্তন” করার অভিযোগ উঠেছে এই চারজনের বিরুদ্ধে। গত বুধবার কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বভারতী সূত্রে খবর, শুক্রবার তাঁদের ই-মেল করে সিদ্ধান্ত জানানো হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সবুজকলি সেন আদালতের দ্বারস্থ হবেন বলে সূত্রের খবর।

Previous articleফের হাসপাতাল গুলিয়ে ফেলল মৃতদেহ, কবর দিল অন্য পরিবার  
Next articleআমফানের তান্ডবে লন্ডভন্ড সাগরের কপিল মুনি মন্দিরের এলাকা