Thursday, August 21, 2025

রাস্তায় গোল দাগ কাটলে আর ঝাড়ুদার হলেই করোনা রোখা যায় না, কটাক্ষ সোমেনের

Date:

নাম না করে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, রাস্তায় নেমে গোল দাগ কাটলে আর ঝাড়ুদার হলেই করোনা রোখা যায় না। খুব লজ্জার ব্যাপার, করোনার জন্য কোনও পরিকাঠামোই নেই এই রাজ্যে।

সুপ্রিম কোর্ট শুক্রবার যে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যবিধি নিয়ে যে ভর্ৎসনা করেছে, যেখানে পশ্চিমবঙ্গের নামও রয়েছে। তারই প্রেক্ষিতে এদিন সোমেন মিত্র বললেন, “রাজ্যের পক্ষে অত্যন্ত লজ্জার যে করোনা মোকাবিলায় এ রাজ্যের স্বাস্থ্যবিধি একেবারে ভেঙে পড়েছে। বিরোধীরা একাধিকবার বলা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কর্ণপাত করেননি। শুধু রাস্তায় নেমে লকডাউন ভেঙে গোল গোল দাগ করলেই বা ঝাড়ু নিয়ে ঝাড়ুদারি করলেই স্বাস্থ্যবিধি মানা যায় না।”

এখানে শেষ নয়। প্রদেশ কংগ্রেস সভাপতি সুর চড়িয়ে বলেন, “মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার সময় বলেছিলেন রাজ্যে সুপার স্পেশালিটি হসপিটাল ও মাল্টি স্পেশালিটি হসপিটাল করবেন। কোথায় গেল সেই হসপিটাল? আসলে কঠিন সময়ে রাজ্যের মানুষের জন্য কোনও হসপিটালের সুবিধা নেই।”

সুপ্রিম কোর্ট না বললে হয়তো কেউ বিশ্বাস করত না, এই রাজ্যের স্বাস্থ্যের আসলে যে বেহাল দশা। বিরোধীরা একাধিকবার এই দাবি করে আসছিল। বিরোধীদের সঙ্গে সহযোগিতা করে রাজ্য সরকার এগিয়ে চলুক। এমনটাই মন্তব্য করেন সোমেন মিত্র।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version