Sunday, August 24, 2025

কোভিড ১৯ সন্দেহে ভর্তি রোগীর মৃত্যুতে লালারস পরীক্ষা নয়, সিদ্ধান্ত এনআরএস-এর

Date:

করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি কোনও রোগীর মৃত্যু হলে আর তাঁর লালারসের পরীক্ষা হবে না। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীকল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা সন্দেহে ভর্তি হচ্ছেন বহু রোগী। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে নমুনা পরীক্ষা পাঠানোর আগেই মৃত্যু হচ্ছে তাঁর। এসব দেহ আটকে রেখে নমুনা পরীক্ষা হচ্ছে। রিপোর্ট এলে তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এই গোটা প্রক্রিয়াটি যথেষ্ট সময় সাপেক্ষ। ফলে মর্গে জমছে একাধিক দেহ। আবার সব ক্ষেত্রেই যে রিপোর্ট পজিটিভ আসছে তাও নয়। গোটা প্রক্রিয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সংশ্লিষ্ট রোগীর পরিবার। সবদিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতালের রোগী কল্যাণ সমিতি। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তনু সেন জানান, আগামীতে নমুনা পরীক্ষার আগেই করোনা সন্দেহে ভর্তি কোনও রোগীর মৃত্যু হলে তাঁর লালারস পরীক্ষা হবে না।

তিনি জানিয়েছেন, নমুনা পরীক্ষার আগে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি কোনও রোগীর এনআরএস হাসপাতালে মৃত্যু হলে, কোভিডে মৃতের মতো করেই তাঁর দেহ সৎকারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি মৃতের পরিবার ও তাঁর সংস্পর্শে আসা প্রত্যেকের নমুনা পরীক্ষা হবে। এতে মৃতের পরিবারের হয়রানির পাশাপাশি জটিলতা অনেক কমবে বলে মনে করা হচ্ছে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version