দিল্লিতে করোনা রোগীদের জন্য ট্রেনের ৫০০ কামরা দেবে কেন্দ্র

ভারতের করোনা সংক্রমণের নিরিখে অতি বিপজ্জনক অবস্থায় রয়েছে খোদ রাজধানী দিল্লি। জুলাইয়ে এখানে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে হাসপাতালগুলিতে বেডের অভাব চিন্তা বাড়িয়েছে কেজরিওয়াল সরকারের। সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে দিল্লিতে যা বেড খালি রয়েছে তা কয়েকদিনের মধ্যে ভর্তি হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে রবিবার বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি জানান, দিল্লির রোগীদের জন‍্য ৫০০ ট্রেনের কামরা বিশেষ বন্দোবস্ত করে রাজ‍্য সরকারকে দেবে কেন্দ্র। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে অমিত শাহ বলেছেন দিল্লিতে টেস্টের সংখ্যা আরও বাড়াতে হবে। এজন্য দিল্লি সরকারকে প্রয়োজনীয় সাহায্য করবে কেন্দ্র। সেইসঙ্গে বেডের অভাব মেটাতে ৫০০ ট্রেনের কামরার ব্যবস্থা করা হবে। সেখানেই গড়ে তোলা হবে করোনা সংক্রমিতদের আইসোলেশন ওয়ার্ড। এদিন গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী হর্ষবর্ধনও।

অমিত শাহের সঙ্গে বৈঠকের পর টুইট করে মুখ‍্যমন্ত্রী কেজরিওয়াল লেখেন, দিল্লি সরকার এবং কেন্দ্রের মধ্যে খুব ভাল বৈঠক হয়েছে। অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে আমরা একযোগে লড়ব।

Previous articleরাজ্যে করোনা আক্রান্ত ছাড়ালো ১১ হাজার, মৃত্যু বেড়ে ৪৭৫
Next articleএকনজরে বাংলার করোনা আপডেট