Thursday, August 21, 2025

মুম্বইয়ে ‘পবিত্র রিস্তা’র সেটে ওঁদের দেখে একবারও মনে হয়নি এই সম্পর্ক কোনওদিন অতীত হয়ে যাবে।

একতা কাপুরের হিট সোপগুলির অন্যতম এই মেগার প্রমোশনে বিশেষ সাংবাদিক সভা। সেখানে হাজির কলকাতার আরও অনেক সাংবাদিকের সঙ্গে আমিও।

মনে পড়ছে অঙ্কিতা তখন জ্বরে ভুগছেন আর সুশান্ত তাঁকে একেবারে আগলে ধরে বসে আছেন। একেবারে মাখো মাখো সেই অফ স্ক্রিন প্রেমছবি আজও যেন জীবন্ত মনে হয়। তখনই একটা বিষয় খুব চোখ টেনেছিল। দুজনের আচরণগত পার্থক্য। সুশান্ত প্রেমী, কিন্তু লাজুক। উল্টোদিকে অঙ্কিতা যেন অনেকটাই তাঁর প্রেম-প্রদর্শনে উদগ্রীব।

প্রথম ছবিতেই নিজস্বতা চেনান সুশান্ত। একজন শিক্ষিত, বোধ ও চেতনাসম্পন্ন অভিনেতা পায় বলিউড। তারপর কিছু উত্থান, কিছ পতন। বিনোদন দুনিয়ার ইতিহাসে যা নতুন কিছু নয়।

মায়ের অসময়ে মৃত্যু, অঙ্কিতার সঙ্গে ব্রেকআপ এগুলো কি কোথাও নিরাপত্তাবোধের অভাব ঘটিয়েছিল ? কোনও বিভ্রান্তি ? চাওয়া-পাওয়ার মধ্যে অসামঞ্জস্য ?

বিনোদন দুনিয়ায় আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষার একটা পৃথক ব্যাকরণ আছে, যেটা এর বাইরের জগৎটা থেকে অনেকটাই আলাদা। যেমন কঠিন, তেমনই নিষ্ঠুর এক বাতাবরণ ঘিরে ধরে আর্থিক সক্ষমতা পর্যাপ্ত না থাকলে। স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা , প্রাপ্তি-অপ্রাপ্তির সঙ্গে যখন নেপোটিজম, লবি বাজি মিশে যায়, তখন লড়াইটা কত কঠিন হয়ে পড়ে, যে জানে, সে জানে। এ ব্যাপারে শত্রুতা করতে কেউ কম যায় না। আজ যাঁরা সুশান্তর আত্মহত্যায় কেঁদে ভাসাচ্ছেন, তাঁদের কে কি চিত্রনাট্য লিখেছেন তাঁর পর্দার পিছনের জীবনে, তা আর জানা যাবে না।

আকাশের দিকে মাঝে মাঝেই চোখ রাখতো যে তরুণ, তাঁর জন্য কোথাও তো এক ঠিকানাহীন হয়ে যাওয়ার কাহিনী লেখা হচ্ছিল অজান্তেই।

চরাচর জুড়ে একটা বিষন্ন বলয় তৈরি হচ্ছিল।
মন খারাপের ভিজে বাতাস উড়িয়ে দিচ্ছিল স্মৃতিদের।
সম্পর্কগুলো কিছুতেই আশ্রয় দিতে পারছিল না।

আসলে, এইসবই আমরাও জানি।
আমরাও অবসাদের বন্ধ দরজায় মাথা ঠুকি।
আমরাও হতাশার অন্ধকারে নিমগ্ন হই।

কতবার যে ফিরি আত্মহত্যার মুহূর্তটুকু থেকে !
কেমন করে ফিরি জানি না।
এর সত্যিই কোনও ব্যাখ্যা নেই।

কোনওদিন হয়তো ফিরবো না, সুশান্তর মতোই।
খুব কাছের লোকটাও জানতে পারবে না।
জানতে পারেনি সুশান্তর কথা।

আরও কতজনের !! 😢

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version