Thursday, August 21, 2025

বেলাগাম ফি বৃদ্ধি : লকেট, সায়ন্তনের নেতৃত্বে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ

Date:

বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি নিয়ে এবার রাস্তায় নামল বিজেপি। রাজ্য বিজেপি সোমবার দুপুরে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ সামিল হয়। দলের পক্ষে ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু সহ অন্যন্য নেতৃত্ব। লকেট অভিযোগ করেন, বেসরকারি স্কুলগুলো বেলাগামভাবে স্কুলের ফি বৃদ্ধি করছে। এই পরিস্থিতিতে যা অনৈতিক এবং বেআইনি। কারণ, কেন্দ্রীয় সরকার আগেই বলে দিয়েছে মানুষকে যতটা পারা যায় এই পরিস্থিতিতে ছাড় দেওয়ার চেষ্টা করুক রাজ্য সরকারগুলি। এখনই ফি ৫০% কম করা হোক। লকেট বলেন, আমরা দেখছি, রাজ্য সরকার এ ব্যাপারে কোনও সদর্থক ভূমিকাই নিচ্ছে না। কেন বেসরকারি স্কুলের লাগাম ধরতে নির্দেশিকা জারি করা হচ্ছে না! সরকারের এই মনোভাবই প্রমাণ করছে বেসরকারি স্কুলগুলোর সঙ্গে সম্ভবত রাজ্য সরকারের গোপন আঁতাত রয়েছে। আর সেই কারণেই তারা বেলাগামভাবে ফি বৃদ্ধি করলেও রাজ্য সরকার মুখে কুলুপ এঁটেছে। প্রতিদিন অভিবাবকরা রাস্তায় নামছে তা সত্যেও চেতনা ফিরছে না সরকারের। এদিন বিকাশ ভবনে গিয়ে বিজেপি প্রতিনিধি দলের সদস্যরা শিক্ষা দফতরে তাদের অভিযোগ জানিয়ে আসেন। সায়ন্তন বসুর সাফ কথা, বেলাগাম ফি বৃদ্ধি রাজ্য সরকার বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে। রাজ্য সরকারের সাফ কথা, বেসরকারি কোনও স্কুলকেই নিয়ন্ত্রণের আইন রাজ্যের হাতে নেই। কেন্দ্র আইন করুক, রাজ্য তা লাগু করবে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version