Friday, May 16, 2025

ভয়ঙ্করভাবেই উদ্বেগ বাড়াচ্ছে ICMR-এর এক গবেষণা রিপোর্ট !

দেশে করোনা সংক্রমণের সর্বোচ্চ সময় বা ‘পিক-টাইম’ অনেকটাই পিছিয়ে গিয়েছে৷ ফলে ভারতে করোনা’র সর্বোচ্চ সংক্রমণ দেখা দিতে পারে চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি। আর তখনই হাসপাতালে বেড বা ভেন্টিলেটরের তীব্র অভাব দেখা দিতে পারে৷ যথাযথ চিকিৎসা তখন সম্ভব নাও হতে পারে৷

ICMR-এর অপারেশন্স রিসার্চ গ্রুপ এমনই উদ্বেগজনক খবর শুনিয়েছে দেশবাসীকে৷

রিসার্চ গ্রুপ বলছে, লকডাউনের কারণে সংক্রমণের পরিমাণ কমেছে ঠিকই, কিন্তু আন-লকিংয়ের কারনে সংক্রমণ ধীরগতিতে বাড়ছে৷ তাই করোনা’র ‘‌পিক টাইম’‌ বা সর্বোচ্চ সংক্রমণের সময় পিছিয়েছে। আর সেই সর্বোচ্চ ভয়াবহ সংক্রমণ দেখা দিতে পারে নভেম্বরের মাঝামাঝি সময়ে। সে সময়ে আক্রান্তের সংখ্যা এতটাই হতে পারে যে, হাসপাতালে বেড বা ভেন্টিলেটরের তীব্র অভাবও দেখা দিতে পারে৷
রিসার্চ গ্রুপের গবেষণায় দেখনো হয়েছে, করোনা পিক টাইম ৩৪ থেকে ৭৬ দিন পিছিয়ে গিয়েছে। লকডাউনের ফলে সংক্রমণের পরিমাণ কমেছে ৬৯ থেকে ৯৭ শতাংশ। সেই সময়ে স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করে নিতে পেরেছে প্রশাসন। কিন্তু এই আয়োজনে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত যথেষ্ট চিকিৎসা দেওয়া সম্ভব। তারপর থেকে আইসোলেশন বেডের সমস্যা দেখা দিতে পারে ৫-৬ মাসের জন্য, আইসিইউ বেডের সমস্যা দেখা দিতে পারে ৪-৬ মাসের জন্য, আর ভেন্টিলেটরের সমস্যা দেখা দিতে পারে ৯ মাসের জন্য।
রিসার্চ গ্রুপ বলছে, লকডাউন না হলে এই সংকটের পরিমাণ আরও ৮৩ শতাংশ বেশি হতো৷ গবেষকরা বলছেন, লকডাউন না থাকলে পিক টাইমে সংক্রমণের পরিমাণ বাড়তে পারত আরও ৭০ শতাংশ। মনে করা হচ্ছে, করোনা মোকাবিলার পরিকাঠামোর উন্নতিতে নিয়মিত রিভিউ মিটিং ও নীতি পরিবর্তনের প্রয়োজন আছে। স্বাস্থ্য পরিকাঠামোর জন্যও GDP-র ৬.‌২ শতাংশ খরচ করাও প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version