Wednesday, August 27, 2025

শিলিগুড়িতে রাস্তা বন্ধের বিরোধিতা করে বিক্ষোভের মুখে মহকুমাশাসক

Date:

বাজার বন্ধ করার প্রস্তুতি দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মহকুমাশাসক সুমন্ত সহায়।শিলিগুড়ির চম্পাসারির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। বিক্ষোভের মুখে পড়ে ওই এলাকা ছেড়ে চলে যান মহকুমাশাসক। শিলিগুড়ির বাজারগুলি নিয়ে তৎপর প্রশাসন।একের পর এক বাজার বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ, সেখান থেকেই সংক্রমণ ছড়াচ্ছে বলে অভিযোগ।

এবিষয়ে ফের মঙ্গলবার স্টেট গেস্ট হাউসে টাস্ক ফোর্সের বৈঠক হয়। বৈঠকে হাজির ছিলেন জেলাশাসক এস পুন্নমবলম-সহ মহকুমাশাসক সুমন্ত সহায় ও স্বাস্থ্য আধিকারিকরা। বৈঠকের পর জেলাশাসক জানান, শহরে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই। তবে ১৮, ৪৬, ২, ২৮ নম্বর ওয়ার্ডগুলিকে কড়া নজরে রাখা হচ্ছে। পাশাপাশি বাজারগুলিকে নিয়ন্ত্রণে রাখতে আপাতত রেগুলেটেড মার্কেট , চম্পাসারি বাজার ও নিবেদিতা মার্কেট বন্ধ করে দেওয়া হচ্ছে।

এরপর চম্পাসারি বাজার পরিদর্শনে যান মহকুমাশাসক।সেখানে গিয়ে তিনি রাস্তার ব্যারিকেড দেখেন। কিন্ত গোটা রাস্তা বন্ধ করে দেওয়ায় একদিক খোলার নির্দেশ দেন। এই নিয়েই তীব্র ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ব্যাবসায়ীরা। তাঁরা দাবি, করেন পুরো রাস্তা বন্ধ করতে হবে। কিন্তু সেটা সম্ভব নয় তা জানিয়ে দেন মহকুমাশাসক। কারণ জরুরি পরিষেবার জন্য একদিক খোলা রাখা হয়েছে। মহকুমারশাসককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version