চলতি বছরে CBSC’র
দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করার
সিদ্ধান্ত বিবেচনা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া ঝুঁকিপূর্ণ মনে করেই CBSC বোর্ডকে বুধবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷
শীর্ষ আদালত বলেছে, অভ্যন্তরীণ মেধার উপর ভিত্তি করেই নম্বর দেওয়া হোক ছাত্রছাত্রীদের। বিচারপতি এএম খানউইলকরের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ CBSE বোর্ডকে জানিয়েছে, এই পরিস্থিতির মধ্যে পড়ুয়াদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বেশ ঝুঁকিপূর্ণ। সেই কারণে মেধার ভিত্তিতেই যেন এবারের ফলাফল বিচার করা হয়। আগামী মঙ্গলবারের মধ্যে বোর্ডকে নিজেদের সিদ্ধান্তের কথা জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ প্রসঙ্গত, CBSE’র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন দিল্লির চার অভিভাবক। আগামী মাসেই দেশজুড়ে প্রায় ১৫ হাজার পরীক্ষাকেন্দ্রে CBSE’র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হওয়ার কথা৷ দেশজুড়ে প্রায় একলক্ষ পড়ুয়ার পরীক্ষা দেওয়ার কথা। অভিভাবকরা করোনার দাপটের মধ্যে পড়ুয়াদের কোনওভাবেই স্কুলে পাঠাতে রাজি না হয়ে এই পরীক্ষা বাতিলের দাবিতে মামলা করেন৷