করোনা-আবহে একুশে’র ভোট, ‘ট্রায়াল’ হবে ফালাকাটা’র উপনির্বাচনে

করোনা আবহে সামগ্রিক পরিস্থিতি এখনও অগোছালো থাকলেও ২০২১-এর রাজ্য বিধানসভা নির্বাচন ঠিক সময়েই করতে চায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷

নির্বাচন কমিশন সূত্রের খবর, সোশ্যাল ডিসট্যান্সিং বিধি বজায় রেখে দেশে ভোট করতে ইতিমধ্যেই কমিশন একাধিক উদ্যোগ নিয়েছে৷
সোশ্যাল ডিসট্যান্সিং-কে মান্যতা দিয়ে প্রতি কেন্দ্রে বুথ বাড়ানোর কাজ শুরু করেছে কমিশন। বুথে যতখানি সম্ভব কম ভোটার আনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত৷ প্রয়োজনে বিধানসভা কেন্দ্রপিছু বুথের সংখ্যা দ্বিগুণ বা তারও বেশি করা যায় কিনা, তাই দেখা হচ্ছে৷ এর ফলে বুথে ভোটার সংখ্যা অনেক কম হবে৷ বেশি সময় লাইনে থাকতে হবে না৷ সোশ্যাল ডিসট্যান্সও বজায় থাকবে৷

সূত্রের খবর, কমিশন এখন চাইছে, করোনা বিধি মেনে কীভাবে রাজ্যগুলিতে বিধানসভা ভোট করা হবে, তার হাতে কলমে পরীক্ষা করতে৷ এজন্য বকেয়া উপ- নির্বাচনগুলিকে হাতিয়ার করতে চাইছে কমিশন৷ করোনা-বিধি মেনে ভোট করতে কমিশন যা ভেবেছে, তার ট্রায়াল হবে উপনির্বাচনে ৷ ট্রায়ালে সামান্য ভুল হলে, তা সংশোধন করে যে রাজ্যগুলিতে বিধানসভার ভোট হওয়ার কথা,ঠিক সময়েই সেখানে ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন৷

বাংলাতেও এমন ট্রায়াল প্রায় নিশ্চিত৷ ২০১৯- এ
মৃত্যু হয় ফালাকাটা-র তৃণমূল বিধায়ক অনিল অধিকারির। ওই কেন্দ্রের উপনির্বাচন দ্রুত করতে চাইছে কমিশন৷ উপনির্বাচনেই নানা পরীক্ষা সেরে ফেলা হবে৷
এই উপনির্বাচনেই বোঝা যাবে, ২০২১-এর সঠিক সময়ে বাংলার বিধানসভা নির্বাচন কতখানি সম্ভব হবে৷ করোনা আবহে বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠভাবে করা যায় তা বুঝে নিতেই এবার ফালাকাটা’র উপনির্বাচনকে ব্যবহার করা হচ্ছে। কমিশন সব পক্ষের সঙ্গে কথা বলে ফালাকাটা’র উপনির্বাচনের দিন ঘোষণা করতে পারে কিছুদিনের মধ্যেই ৷

Previous articleলকডাউনের জের: ট্যাক্সি চালাচ্ছেন অভিনেতা
Next articleজিওতে এবার একাদশতম লগ্নি, এবার সৌদি আরবের সংস্থা