Friday, November 7, 2025

গালওয়ান উপত্যকায় চিন সেনার সঙ্গে সংঘর্ষে প্রাণ দিতে হয়েছে ২০ জন ভারতীয় জওয়ানকে৷ জানা গিয়েছে, ভারতীয় সেনা’র আরও ৭৬ জন জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন৷ ভারতীয় সেনা আধিকারিকরাই এনডিটিভি-কে জানিয়েছেন একথা। তবে আশার কথাও বলেছেন৷ ওই আহত জওয়ানদের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল এখন। সোমবারের সীমান্ত সংঘর্ষে আহত সেনাদের ১৮ জন লে হাসপাতালে ভর্তি রয়েছেন৷ বাকি ৫৮ জনের চিকিৎসা চলছে অন্যান্য সেনা হাসপাতালে। সেনা আধিকারিকরা বলেছেন,

আহত সেনারা যেভাবে দ্রুত সুস্থ হয়ে উঠছেন তাতে আশা করা হচ্ছে যে, আগামী এক সপ্তাহের মধ্যে তাঁরা কাজে যোগ দিতে পারবেন৷

গালওয়ানে চিনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের সংঘর্ষ প্রসঙ্গে সেনা আধিকারিকরা বলেছেন, কিছুদিন ধরেই ভারত-চিন সীমান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা দানা বাঁধছিল। সীমান্তের সেই উত্তপ্ত পরিস্থিতি প্রশমিত করতেই একাধিক বৈঠক করে ভারত ও চিন। গত ৬ জুনের সামরিক স্তরের বৈঠকের পর অধিগৃহীত জমি থেকে ধীরে ধীরে সরে যাওয়ার কথা ছিল চিন সেনার৷ সেই কাজ খতিয়ে দেখতে শহিদ কর্নেল বিএল সন্তোষ বাবুর নেতৃত্বে এলাকা পরিদর্শনে বেরোয় ভারতীয় বাহিনী। তাঁর সঙ্গে ছিল প্রায় ১০০ জন জওয়ান। এর পরেই তাঁরা ১৫,০০০ ফুট উচ্চতায় গালোয়ান উপত্যকা এলাকা গিয়ে দেখে সরে যাওয়া তো দূরের কথা, সেখানে দিব্যি নিজেদের তাঁবুতে ঘাঁটি গেড়ে বসে লালফৌজ। শহিদ কর্নেল বিএল সন্তোষ বাবুর নেতৃত্বে ভারতীয় জওয়ানরা লালফৌজকে তাঁবু থেকে বের করে সেই তাঁবু ভাঙতে শুরু করে ভারতীয় বাহিনী। আগুনও ধরিয়ে দেওয়া হয় কিছু তাঁবুতে। এতেই বিপদ বুঝে কাঠের তক্তা, লোহার রড, কাটা তার জড়ানো বাটাম নিয়ে আরও চিনাফৌজ জড়ো হয় গালোয়ান এলাকায় । শুরু হয় দু’পক্ষের হাতাহাতি ও সংঘর্ষ। ওদিকে সংবাদসংস্থা জানিয়েছে যে, ক্ষতি এড়াতে পারেনি চিনও। ওই সংঘর্ষে চিনের হতাহত কমপক্ষে ৪৫ জন জওয়ান। যদিও চিনের সেনা সূত্র থেকে এব্যাপারে কোনও নিশ্চিত বিবৃতি মেলেনি।

Related articles

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...
Exit mobile version