Thursday, August 28, 2025

শেষ রক্ষা হলো না! মার্কিন পুলিশের হাতে গ্রেফতার ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী রানা

Date:

এবার গ্রেফতার ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর হুসেন রানা। তাকে মার্কিন পুলিশ গ্রেফতার করে আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে। জানা গিয়েছে, সমস্ত রকমের আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তবেই তাকে ভারতে পাঠানো হবে।

সূত্রের খবর, ২০০৫ সালে মহম্মদের নামে বিতর্কিত কার্টুন প্রকাশ করায় ডেনমার্কের একটি সংবাদপত্রের অফিসে হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-ই-তৈইবা। পুলিশ এই ঘটনার তদন্ত নেমে এই হামলায় মদত দেওয়া রানাকে শিকাগো থেকে গ্রেফতার করে। পরে আদালতে দোষী প্রমাণিত হওয়ায় তাকে ১৪ বছরের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ২০২১ সালের ডিসেম্বর মাসে তার জেল থেকে মুক্তি পাওয়া কথা ছিল। কিন্তু, তাকে শারীরিক অসুস্থতার কারণে ও করোনা মহামারির জন্য গত সপ্তাহে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে শেষ রক্ষা হলো না তার। ২০০৮ সালে হওয়া মুম্বই হামলার জন্য তাকে ফের গ্রেফতার করল লস অ্যাঞ্জেলস পুলিশ। তার বিরুদ্ধে থাকা খুন ও খুনের ষড়যন্ত্রের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ বলে জানিয়েছে মার্কিন পুলিশ।

প্রসঙ্গত, ২০০৮ সালের নভেম্বরের অভিশপ্ত সেই রাত৷ পাকিস্তানের সন্ত্রাসবাদী জঙ্গি হামলায় রক্তে ভিজেছিল মুম্বই৷ ২৬ থেকে ২৯ নভেম্বর জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ১৬৪ জন৷ আহত হন অন্তত ৩০৮ জন৷

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version