বিসিসিআই থেকে আইসিসি প্রেসিডেন্ট সৌরভ! পূর্ণ সমর্থনে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

0
1

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবার কি আইসিসি সভাপতি হওয়ার পথে? ভারতীয় ক্রিকেট মহলে এখন শুধুই এই প্রশ্ন।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি প্রেসিডেন্ট পদের দাবিদার হলে পূর্ণ সমর্থন করবে এই বোর্ড। সৌরভের জায়গায় বিসিসিআই অন্য কাউকে আইসিসি সভাপতি পদের লড়াইয়ে মনোনিত করলেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের সমর্থন করবে বলে জানিয়েছে। বিসিসিআইয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছে এই বোর্ড।

গত কয়েকদিন ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসি সভাপতি পদে দেখার দাবি তুলেছেন অনেকে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথও জানিয়েছিলেন, তিনি সৌরভকে আইসিসির সর্বোচ্চ পদে দেখতে চান। এতে ক্রিকেটের ভাল হবে বলেই দাবি তাঁর।

এখনও বিসিসিআই-এর তরফ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম জানানো হয়নি। তবে এই বোর্ডের অন্দরমহলের বেশ কয়েকজনের দাবি, সৌরভই এই পদের যোগ্য দাবিদার।