Sunday, August 24, 2025

নেপোটিজম নিয়ে মুখ খুলতে শুরু করেছে টলিউড। এক ভিডিও বার্তায় নিজের অভিযোগ তুলে ধরেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর অভিযোগের তীর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ের দিকে।

বরাবরই প্রতিবাদী চরিত্র স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের ফেসবুকে তিনি শনিবার প্রশ্ন তুলেছেন, “যারা একই পরিচালকের সঙ্গে অনেকগুলো কাজ করেন, তারা সবাই কী শুয়ে কাজ পান?” প্রসঙ্গত শ্রীলেখা মিত্র ভিডিওবার্তায় বলেন, সৃজিতের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক থাকলেও সিনেমার সময় তাঁকে ডাকা হয়নি। তাঁর দাবি, স্বস্তিকার সঙ্গে সৃজিতের প্রেম ছিল, তাই ছবিতে কাজ পেয়েছেন তিনি।

সৃজিতের নাম না করে, তিনি দেখিয়েছেন কে কটা ছবিতে কাজ করেছেন। লিখেছেন, পরিচালকের ১৭ টা ছবির মধ্যে তিনি ২ টি ছবিতে মুখ্য চরিত্রে এবং একটি ছবিতে অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন। অন্যদিকে সৌমিক হালদার ১১টা, অনুপম রায় ৯টা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৭টা, যীশু সেনগুপ্ত ৭টা, অনির্বাণ ভট্টাচার্য ৬টা এবং পরমব্রত চট্টোপাধ্যায় ৬টা কাজ করেছেন।

তাঁর কথায়, “তারা নিশ্চয় আরও বেশি করে শুয়ে আর প্রেম করে কাজগুলো পেয়েছেন? এনারা তাহলে সবাই উভকামী ও সুযোগসন্ধানী?” অভিনেত্রীর বক্তব্য, “যুক্তি তো সবার ক্ষেত্রেই এক হওয়া উচিৎ, তাই না? নাকি নিজের খামতি ঢাকতে স্লাটশেমিং শুধু আমাদের মত ‘কুযোগ্য’ অভিনেত্রীদের করা হবে যারা একেবারেই অভিনয়টা পারেনা?

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version