Thursday, November 13, 2025

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম নিয়ে তোলপাড় টলিউড থেকে বলিউড। একের পর এক অভিনেতা, অভিনেত্রী মুখ খুলেছেন স্বজন পোষণ নিয়ে। কঙ্গনা রানাউত থেকে সোনু নিগম কিংবা অভয় দেওল, একর পর এক অভিনেতা কিংবা গায়ক মুখ খুলতে শুরু করেছেন। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন বড় মাথার বিরুদ্ধে উঠে এসেছে অভিযোগ। স্বজনপোষণের অভিযোগ নিয়ে যখন বি টাউন জুড়ে তোলপাড় শুরু হয়েছে, সেই সময় মুখ খুললেন অভিষেক বচ্চন।

মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে হয়েও তাঁকে ফিরতে হয়েছিল খালি হাতে। বলিউডের একের পর এক পরিচালক, প্রযোজক ফিরিয়ে দিয়েছিলেন তাঁকে। জুনিয়র বচ্চন জানান, ১৯৯৮ সালে বন্ধু রাকেশ ওম প্রকাশ মেহরা সঙ্গে তিনি একসঙ্গে বলিউডে পা রাখবেন বলে মনোস্থির করেন। রাকেশের পরিচালিত সমঝোতা এক্সপ্রেস দিয়েই বলিউডে অভিষেকের সফর শুরু হবে বলে স্থির করেন। কিন্তু রাকেশ এবং তাঁর ছবির দায়িত্ব কোনও প্রযোজক নিতে চাননি। তাঁদের ফিরিয়ে দেন একাধিক পরিচালকও।

এরপর বিগ বি-র সঙ্গে দেখা করতে এসে জে পি দত্তের মুখোমুখি হন অভিষেক বচ্চন। সেখানেই তাঁর লুক দেখে পছন্দ হয়ে যায় জে পি দত্তের। আখরি মুঘল নামে একটি ছবির জন্য জে পি দত্ত নতুন মুখের সন্ধানে ছিলেন। ফলে আখরি মুঘল-এর জন্য পছন্দ হয়ে তাঁকে। যদিও আখরি মুঘল তৈরি করেননি জে পি দত্ত। তাঁর পরিবর্তে তৈরি হয় রিফিউজি। ২০০০ সালে জেপি দত্তের হাত ধরেই বলিউডে পা রাখেন অভিষেক বচ্চন এবং করিনা কাপুর খান। এরপর দিল্লি সিক্স-এ প্রথম বন্ধু রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে জুটি বেঁধে কাজ করেন অভিষেক বচ্চন।

অর্থাৎ বলিউডের ভাট, খান, কাপুর, জোহরদের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে একের পর এক, সেই সময় বিগ বি-র ছেলে হয়েও তাঁকে কীভাবে পরিচালক, প্রযোজকরা ফিরিয়ে দেন, সেই তথ্য সামনে এনে স্বজনপোষণের অভিযোগকে কিছুটা ব্যাকফুটে ফেলে দিলেন অভিষেক বচ্চন। সমালোচকদের একাংশ এখন এমনটাই ভাবছেন।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version