Friday, November 7, 2025

অন্তঃসত্ত্বা হলে অপরাধ লঘু নয়, সফুরার জামিনের আবেদনে যুক্তি দিল্লি পুলিশের

Date:

এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল সারা দেশ। আন্দোলনের প্রভাব সব থেকে বেশি পড়েছিল দিল্লিতে। এই আন্দোলনের অতি পরিচিত মুখ সফুরা জারগর। তিনি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার। আন্দোলনের মাধ্যমে দিল্লি হিংসায় ইন্ধন জুগিয়েছে এই অভিযোগে গত ১০ এপ্রিল গ্রেফতার করা হয় তাঁকে। এদিকে সফুরা তিন মাসের অন্তঃসত্ত্বা তিনি। সেই অবস্থায় জেলে যেতে হয় তাঁকে। এরপরই স্বাস্থ্যের কথা মাথায় রেখে জামিনের জন্য আবেদন করা হয়।

এই মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট জানিয়েছে, কেবল অন্তঃসত্ত্বা বলেই অপরাধীকে জামিন দিতে হবে, এই আবেদন যুক্তিগ্রাহ্য নয়। আগেও তিনবার জামিনের আর্জি খারিজ করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। জামিন খারিজ করার স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে দিল্লি পুলিশ বলেছে, অন্তঃসত্ত্বা অবস্থায় কারাবাস কোনও নতুন ঘটনা নয়। তথ্য দিয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, গত ১০ বছরে তিহার জেলে ৩৯ জন মহিলা সন্তান প্রসব করেছেন। সেক্ষেত্রে তাঁদের কোনও সমস্যায় পড়তে হয়নি। শুধুমাত্র অন্তঃসত্ত্বা হলে অপরাধ লঘু হয়ে যায় না।

প্রসঙ্গত, সুফুরার বিরুদ্ধে কার্যকলাপ প্রতিরোধ আইন অর্থাৎ ইউএপিএ প্রয়োগ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র দখল, হিংসা ছড়ানোর, রাষ্ট্রদ্রোহিতা সহ প্রায় ১৮টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিহার জেলে রয়েছেন তিনি। দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট জামিন খারিজ করে। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি কোর্টে আবেদন করেন সফরের আইনজীবী। এদিন দিল্লি পুলিশ দাবি করেছে, জেলের মধ্যে সুফুরাকে আলাদা কুঠুরিতে রাখা হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। চিকিৎসক দেখছেন। গর্ভস্থ সন্তান এবং তাঁর স্বাস্থ্যের কথা ভেবে দেওয়া হচ্ছে পুষ্টিকর খাবার।

Related articles

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...
Exit mobile version